#প্যারিস: চারতলার বারান্দা থেকে ঝুলছে একরত্তি শিশু । একটু এদিক-ওদিক হলেই নিশ্চিত মৃত্যু । নীচ থেকে দেখতে পেয়েছিলেন তিনি । দেরি করেননি এক মুহূর্তও । অসাধারণ তত্পরতায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চার তলায় বেয়ে উঠে যান । উদ্ধার করেন শিশুটিকে । সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে ।
শনিবার রাত ৮টা নাগাদ রু মার্কস ডরময়ের সামনে দিয়ে যাচ্ছিলেন অজ্ঞাতপরিচয় ওই যুবক । তখনই দেখতে পান চারতলার বারান্দা থেকে ঝুলছে ওই শিশু । স্পাইডার ম্যানের দক্ষতায় বেয়ে উঠতে শুরু করলেই নীচে ভিড় জমে যায় সাধারণ মানুষের ।
আরও পড়ুন: বিষধর সাপের ২০০ ছোবল খেলেন বিজ্ঞানী, দেখুন ভাইরাল ভিডিও
সকলেই উত্সাহ দিতে থাকেন তাঁকে । তাঁদেরই মধ্যে কেউ ভিডিও করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায় । যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ।
দেখুন সেই তাক লাগিয়ে দেওয়া ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paris, SpiderMan, Viral Video