দমকল বাহিনীতে চাকরি পেলেন ঝুলন্ত শিশুর উদ্ধারকারী সেই ‘স্পাইডারম্যান’

Last Updated:
#প্যারিস: চারতলার বারান্দা থেকে ঝুলছে একরত্তি শিশু । একটু এদিক-ওদিক হলেই নিশ্চিত মৃত্যু । নীচ থেকে দেখতে পেয়েছিলেন তিনি । দেরি করেননি এক মুহূর্তও । অসাধারণ তত্পরতায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চার তলায় বেয়ে উঠে যান । উদ্ধার করেন শিশুটিকে । ফ্রান্সের প্যারিসের সেই ঘটনার ভিডিও সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছিল ৷
আর প্রায় স্পাইডারম্যানের মতো দেওয়াল ও রেলিং ধরে চারতলায় উঠে গিয়ে শিশুটিকে বাঁচিয়েছিলেন যিনি, তিনিও মুহূর্তে নায়ক হয়ে উঠেছেন সবার চোখে ৷ আর হওয়ারই তো কথা ৷
খোঁজ শুরু হয়ে যায় ওই মানুষটির ৷ জানা যায় ২২ বছর বয়সী ওই ব্যক্তির নাম মামুদু গাসামা ৷ যিনি আদতে প্যারিসের বাসিন্দা নন ৷ তবে, তাঁর এই সাহসিকতা দেখে গাসামার সঙ্গে দেখা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ৷ গাসামাকে ফ্রান্সের নাগরিকত্বও দেওয়া হয় ৷ এরপর তাঁকে দেশটির দমকল বাহিনীর চাকরিও দেওয়া হয়েছে। তিনি ইন্টার্ন হিসেবে ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন।
advertisement
advertisement
শিশুটিকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ‘স্পাইডারম্যান’ খেতাব পাওয়া মালির শরণার্থী তরুণ মামুদু গাসামাকে নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স। এরই মধ্যে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ফ্রান্সের এলিসি প্রাসাদে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দমকল বাহিনীতে চাকরি পেলেন ঝুলন্ত শিশুর উদ্ধারকারী সেই ‘স্পাইডারম্যান’
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement