Maldives Climate Change: উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠে! বড় সঙ্কট মলদ্বীপে, ভারতীয়দের পছন্দের ডেস্টিনেশন বাঁচাতে বড় সিদ্ধান্ত

Last Updated:

Maldives Climate Change: অসাধারণ সমুদ্র সৈকত এবং প্রবাল প্রাচীর মলদ্বীপের অন্যতম আকর্ষণের জায়গা। তবে এই সুন্দর দ্বীপপুঞ্জই এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন।

উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠে! ভারতীয়দের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে বড় সঙ্কট
উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠে! ভারতীয়দের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে বড় সঙ্কট
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে আর পানীয় জলের সম্পদও কমে আসছে। এই সঙ্কটের মধ্যেই বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইৎজু। বললেন যে, সেখানকার নাগরিকদের রিলোকেশন পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর পরিবর্তে ভূমি পুনরুদ্ধার এবং উত্তোলিত দ্বীপপুঞ্জ তৈরির মাধ্যমে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে লড়াই করার প্রস্তাব রাখলেন প্রেসিডেন্ট। তবে পরিবেশবিদ এবং অধিকারকর্মীদের দলগুলি অবশ্য এই একই মত পোষণ করে না। তাদের দাবি, এই ধরনের নীতি গ্রহণ করা হলে বন্যা পরিস্থিতি আরও বাড়বে।
অসাধারণ সমুদ্র সৈকত এবং প্রবাল প্রাচীর মলদ্বীপের অন্যতম আকর্ষণের জায়গা। তবে এই সুন্দর দ্বীপপুঞ্জই এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন। প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ আগেই সাবধান করেছিলেন। আর জানিয়েছিলেন যে, এখানকার নাগরিকদেরই বিশ্বে প্রথম বারের জন্য পরিবেশগত শরণার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তিনি রিলোকেশন পরিকল্পনাটিও শেয়ার করেছিলেন। যদিও বর্তমান প্রেসিডেন্ট উপকূল সুরক্ষার জন্য ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক তহবিল চাইছেন। আর তাঁর বিশ্বাস, এই সিদ্ধান্তের জেরে নাগরিকদের আর ঘরছাড়া হতে হবে না।
advertisement
চলমান জল সঙ্কট এবং বন্যার আশঙ্কা বৃদ্ধি সত্ত্বেও সমুদ্রপ্রাচীরের মাধ্যমে দেশের উপকূলকে শক্তিশালী করা এবং ঝুঁকিপূর্ণ এলাকাকে নিরাপদ দ্বীপ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে মহম্মদ মুইৎজু বেশ আশাবাদী। যদিও এটি লক্ষ্যণীয় যে, মলদ্বীপের প্রায় ৮০ শতাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটারেরও কম উচ্চতায় অবস্থিত। যা এই ব্যবস্থাগুলির দীর্ঘমেয়াদি কার্যকারিতা সম্পর্কে আরও উদ্বেগ বাড়ায়।
advertisement
advertisement
মলদ্বীপের অর্থনীতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল পর্যটন। এখানকার অর্থনীতির এক-তৃতীয়াংশ আসে পর্যটন থেকে। তবে এই সুন্দর দ্বীপপুঞ্জ যা এতদিন পর্যটকদের জনপ্রিয়তার কেন্দ্রে ছিল, সেটার ভাগ্য অনিশ্চয়তার মুখে। কারণ দুর্গের মতো প্রাচীরগুলি ঘনবসতিপূর্ণ বসতিগুলিকে রক্ষা করে ঠিকই, কিন্তু দ্বীপগুলিকে দুর্বল করে তোলে।
advertisement
পরিবেশগত এই উদ্বেগের মধ্যেই রিক্ল্যামেশন প্রজেক্টগুলি গত চার দশকে প্রায় ১০ শতাংশ দ্বারা দেশের ভূমির পরিধি প্রসারিত করেছে। প্রেসিডেন্ট মুইৎজু একজন ব্রিটিশ-শিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ার, হুলহিউমেল কৃত্রিম দ্বীপের সম্প্রসারণ তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরিবেশগত এবং অধিকার গোষ্ঠীগুলি যত্ন সহকারে রিক্ল্যামেশন প্রজেক্টগুলির বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
মলদ্বীপ যেহেতু জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জরুরি প্রয়োজনের সঙ্গে লড়াই করছে, তাই অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Maldives Climate Change: উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠে! বড় সঙ্কট মলদ্বীপে, ভারতীয়দের পছন্দের ডেস্টিনেশন বাঁচাতে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement