Undersea Kissing: গভীর জলে ডাইভিং প্রশিক্ষকের চুম্বন তরুণী পর্যটককে, ভাইরাল ছবি

Last Updated:

Undersea Kissing: ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে পর্যটককে ডাইভিং ইনস্ট্রাক্টরের চুম্বন দৃশ্য

ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অতল জলের আহ্বানে সাড়া দিয়ে শেষে গাঢ় চুম্বন। তার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার জেরে গ্রেফতার এক মালয়েশিয়ান ডাইভিং ইনস্ট্রাক্টর। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ২৪ বছর বয়সি এক চিনা তরুণী পর্যটক।
তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন মালয়েশিয়ার সাবাহ-তে সেমপোরনা অঞ্চলে ডাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে ফ্রিলান্সিং করছিলেন ২৭ বছরের ওই যুবক। সিপাডান আইল্যান্ড পার্ক এবং টুন সাকারান মেরিন পার্কে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
advertisement
ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে পর্যটককে ডাইভিং ইনস্ট্রাক্টরের চুম্বন দৃশ্য। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের চ্যাটের স্ক্রিনশটও। চিনে ফিরে যাওয়ার আগে সেম্পোরনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ট্রেনারকে গ্রেফতার করা হয়েছে। জেলায় স্থানীয় ওয়াটার ভিলেজ থেকে গ্রেফতার হন তিনি।
advertisement
সাবাহ-এর পর্যটন, সংস্কৃতি তথা পরিবেশমন্ত্রী ক্রিস্টিনা লিউ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কোভিড অতিমারি পর্বে পেরিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে পর্যটন। সে সময় এই ঘটনা পর্যটন ব্যবসাকে ব্যাহত করতে পারে বলে তাঁর আশঙ্কা। পর্যটন ব্যবসায়ীদের কাছে তাঁর আর্জি, নিরাপদ পরিষেবা পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Undersea Kissing: গভীর জলে ডাইভিং প্রশিক্ষকের চুম্বন তরুণী পর্যটককে, ভাইরাল ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement