Undersea Kissing: গভীর জলে ডাইভিং প্রশিক্ষকের চুম্বন তরুণী পর্যটককে, ভাইরাল ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Undersea Kissing: ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে পর্যটককে ডাইভিং ইনস্ট্রাক্টরের চুম্বন দৃশ্য
অতল জলের আহ্বানে সাড়া দিয়ে শেষে গাঢ় চুম্বন। তার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার জেরে গ্রেফতার এক মালয়েশিয়ান ডাইভিং ইনস্ট্রাক্টর। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ২৪ বছর বয়সি এক চিনা তরুণী পর্যটক।
তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন মালয়েশিয়ার সাবাহ-তে সেমপোরনা অঞ্চলে ডাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে ফ্রিলান্সিং করছিলেন ২৭ বছরের ওই যুবক। সিপাডান আইল্যান্ড পার্ক এবং টুন সাকারান মেরিন পার্কে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
advertisement
ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে পর্যটককে ডাইভিং ইনস্ট্রাক্টরের চুম্বন দৃশ্য। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের চ্যাটের স্ক্রিনশটও। চিনে ফিরে যাওয়ার আগে সেম্পোরনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ট্রেনারকে গ্রেফতার করা হয়েছে। জেলায় স্থানীয় ওয়াটার ভিলেজ থেকে গ্রেফতার হন তিনি।
advertisement
সাবাহ-এর পর্যটন, সংস্কৃতি তথা পরিবেশমন্ত্রী ক্রিস্টিনা লিউ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কোভিড অতিমারি পর্বে পেরিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে পর্যটন। সে সময় এই ঘটনা পর্যটন ব্যবসাকে ব্যাহত করতে পারে বলে তাঁর আশঙ্কা। পর্যটন ব্যবসায়ীদের কাছে তাঁর আর্জি, নিরাপদ পরিষেবা পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে দিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 10:13 AM IST