জোর করে সন্তানকে নিরামিষ খাওয়ালে হতে পারে জেলও, জারি নয়া নিয়ম
Last Updated:
#বেলজিয়াম: এই প্রজন্মর বাচ্চাদের সিংহভাগই নিরামিষ খাবার মুখে তোলে না! মাছ, মাংস, ডিম ছাড়া মুখে খাবার রোচে না! আর তার ফলস্বরূপ বাবা-মায়েরা জোর করে, মেরে ধরে সন্তানকে সবজি খাওবানোর চেষ্টা করে চলেন! কিন্তু এবার সাবধান! সন্তানকে জোর করে নিরামিষভোজী করার চেষ্টা করবেন না! জেল পর্যন্ত হতে পারে!
অভিনব এই নিয়ম এই নিয়ম চালু হয়েছে বেলজিয়ামে। সেদেশের রয়্যাল অ্যাকাডেমি অফ মেডিসিন একটি রিপোর্ট জারি করেছে যেখানে বলা হয়েছে, শিশুদের জোর করে নিরামিষ খাবার খাওয়ালে অপুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। তবে, নিরামিষ খাবার একেবারে বন্ধ করার কথা বলা হয়নি বা নিরামিষ খাবার খাওয়ালে তাকে শিশুদের প্রতি অযত্ন হিসেবেও দেখা হবে না। কিন্তু যাঁরা সন্তানদের জোর করে নিরামিষ খাবার খাওয়ান, সেই শিশুদের যদি কোনও শারীরিক সমস্যা দেখা দেয় তবে এই নিয়মের ফলে অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে।
advertisement
শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে না চললে অভিভাবকদের জেল, জরিমানা হতে পারে। শিশুদের পুষ্টি সংক্রান্ত সমস্যা হলে, সেই পরিবার থেকে শিশুদের সরিয়ে অন্য জায়গায় রাখার কথাও বলা হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2019 7:06 PM IST