কোন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই বিছানায় যায়? র‌্যাঙ্কিং করে বিপাকে 'Spa!'

Last Updated:

বছরশেষে gyaranomi বা ড্রিঙ্কিং পার্টির হদিশ দেয় ম্যাগাজিনটি৷ সেই পার্টিতে যোগ দেওয়ার জন্য মহিলাদের টাকা দিতে হয়৷ এবং পার্টি শেষে যৌনতা৷

#টোকিও: ট্যাবলয়েডটির নাম 'Spa!'৷ জাপানে বেশ চাহিদা রয়েছে এই ট্যাবলয়েড ম্যাগাজিনের৷ কিন্তু ২৫ ডিসেম্বরের এডিশনে দুনিয়া জুড়ে বিতর্কের কেন্দ্র চলে আসে ম্যাগাজিনটি৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, শেষমেশ ক্ষমা চাইতে হল ট্যাবলয়েড ম্যাগাজিনটিকে৷
বছরশেষে gyaranomi বা ড্রিঙ্কিং পার্টির হদিশ দেয় ম্যাগাজিনটি৷ সেই পার্টিতে যোগ দেওয়ার জন্য মহিলাদের টাকা দিতে হয়৷ এবং পার্টি শেষে যৌনতা৷ ম্যাগাজিনে দাবি করা হয়, এই পার্টি মহিলাদের কলেজগুলিতে বেশ জনপ্রিয়৷ এবং একজন অ্যাপ ডেভেলপারের সাক্ষাত্‍‌কার নেওয়া হয়, এই পার্টির জন্য একটি অ্যাপ তৈরি নিয়ে৷
এরপরই জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেয় এবং দাবি করা হয়, এই সব বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই যৌনতার প্রস্তাবে রাজি হয়ে যায়৷ এই তালিকায় একটি প্রথমসারির মেডিক্যাল ইউনিভার্সিটিও রয়েছে৷ ম্যাগাজিন কর্তৃপক্ষের দাবি, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে মহিলাদের সাক্ষাত্‍‌কার নিয়েই প্রতিবেদনটি ছাপিয়েছে৷
advertisement
advertisement
এরপরই সোশ্যাল মিডিয়ায় 'Spa!'-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ change.org-তে পিটিশনে বলা হয়, মহিলাদের প্রতি বৈষম্যমূলক প্রতিবেদন, একই সঙ্গে যৌন হেনস্থামূলকও৷ তীব্র প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে ম্যাগাজিনটি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কোন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই বিছানায় যায়? র‌্যাঙ্কিং করে বিপাকে 'Spa!'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement