Marathon in Saree: ব্রিটেনের পথে সম্বলপুরী শাড়িতে ৪২.৫ কিমি ম্যারাথন দৌড়লেন উৎকলকন্যা মধুস্মিতা, বাহবা নেটিজেনদের

Last Updated:

Marathon in Saree: এর আগেও বহু ম্যারাথনে অংশ নিয়েছেন মধুস্মিতা

এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট
এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট
ম্যাঞ্চেস্টার : ইংল্যান্ডবাসী উৎকলকন্যা ম্যারাথান দৌড়লেন সম্বলপুরী শাড়িতে৷ এই ছবি এখন চর্চিত সমাজমাধ্যমে৷ রবিবার ম্যাঞ্চেস্টার শহরে সম্বলপুরী শাড়ি পরে ৪২.৫ কিমি ম্যারাথন পাড়ি দিলেন মধুস্মিতা জেনা৷ ৪১ বছর বয়সি মধুস্মিতার এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট৷ ট্যুইটারে তাঁর ছবি শেয়ার করার পর থেকে সেটি ভাইরাল হয়ে গিয়েছে৷ ট্যুইটারে লেখা হয়েছে এটা ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ম্যারাথন৷ সেই ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়িতে মধুস্মিতার দৌড় মুগ্ধ করেছে সকলকে৷ দেশজ সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরায় কুর্নিশ জানানো হয়েছে তাঁকে৷ প্রসঙ্গত ওড়িশার সম্বলপুর প্রদেশের শাড়ি গত কয়েকশো বছর ধরে আসীন সেরার জায়গায়৷
এর আগেও বহু ম্যারাথনে অংশ নিয়েছেন মধুস্মিতা৷ তাঁর কীর্তিতে গর্বিত ইংল্যান্ডবাসী ওড়িশার ভূমিপুত্র ও কন্যারা৷ ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দারাও অভিভূত তাঁর এই অভিনব পোশাক নির্বাচনে৷
advertisement
শাড়ি পরে ম্যারাথন দৌড়নো যে কত কঠিন, সেই প্রসঙ্গও উঠে এসেছে নেটিজেনদের চর্চায়৷ গর্বের এই মুহূর্তে নেটিজেনদের আশা, একদিন শাড়ি পরে অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও দেখা যাবে ভারতীয় ললনাদের৷
advertisement
advertisement
আদতে ওড়িশার কেন্দ্রাপাড়ার মেয়ে মধুস্মিতা বর্তমানে ম্যাঞ্চেস্টারের একটি স্কুলের শিক্ষিকা৷ এর আগে শাড়ি পরে অংশগ্রহণকারীদের দেখা গিয়েছে কলকাতা ও পুণের রাজপথে৷
কিন্তু ব্রিটেনের ম্যারাথনে শাড়ি পরে অংশ নেওয়া খুবই বিরল৷ সংবাদমাধ্যমে মধুস্মিতা জানিয়েছেন তিনি যে পোশাকে স্বচ্ছন্দ তাতেই দৌড়তে অভ্যস্ত৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Marathon in Saree: ব্রিটেনের পথে সম্বলপুরী শাড়িতে ৪২.৫ কিমি ম্যারাথন দৌড়লেন উৎকলকন্যা মধুস্মিতা, বাহবা নেটিজেনদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement