লিভ : হাহাকার ও কান্নায় ইউক্রেনের বাতাস যত ভারী হচ্ছে, ততই লিভ (Lviv) শহরের প্রাণকেন্দ্রে বাড়ছে শূন্য স্ট্রোলারের সংখ্যা৷ ওগুলো ফাঁকা, কারণ যে ওতে চড়ে ঘুরে বেড়াত সে আর নেই৷ রুশ হানায় প্রাণ হারিয়েছে সেই শিশু৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত শিশুদের স্মৃতির উদ্দেশে রাখা হয়েছে স্ট্রোলার বা প্র্যামগুলি৷ প্রতি নিহত শিশুর জন্য রাখা হয়েছে একটি শূন্য স্ট্রোলার৷ এখনও অবধি লিভের প্রাণকেন্দ্রে স্ট্রোলারের সংখ্যা শতাধিক৷ পর পর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে স্ট্রোলারগুলি৷(War in Ukraine)
উজ্জ্বল নীল রঙের একটা বেবি ক্যারিয়ারে রাখা ছিল দু’টি স্টাফড টেডি বেয়ার৷ কাছেই বেঞ্চে ইউক্রেনের জাতীয় পতাকা হাতে বসে ছিল এক বালিকা৷ পশ্চিম ইউক্রেনের লিভে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় করেছেন অগণিত ইউক্রেনীয়৷ যাঁরা পালিয়ে এসেছেন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অংশ থেকে৷(Russia Ukraine war)
আরও পড়ুন : দীপাবলির সন্ধ্যা থেকে ২ বছর পর মেয়ের ফের স্কুলে যাওয়া, অভিষেকের অ্যালবাম সুখী সংসারের ছায়ামাখা
রাশিয়ার আক্রমণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বন্দর-শহর মারিয়ুপোল৷ গত প্রায় এক মাস ধরে এই শহরের দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে মস্কো৷ ক্রমাগত হামলা শানিয়ে গিয়েছে আকাশপথে ও জলপথে৷ মঙ্গলবার প্রথম এই শহরে ঢুকতে পেরেছে রুশ বাহিনী৷ ইউক্রেনের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই শহরকে রাশিয়া ধূলিসাৎ করে দিতে চায়৷ পাশাপাশি সুমি শহরও ঘিরে ফেলেছে রুশ বাহিনী৷ ত্রস্ত ইউরোপের আশঙ্কা, এভাবে পুরো ইউক্রেনকেই দখল করে নেবে রাশিয়া৷
আরও পড়ুন : সুচারু হাতে মাখছিলেন সিন্নি, অভিষেকের শেয়ার করা পোস্টে উজ্জ্বল সরস্বতীপুজোর স্মৃতি, দেখুন ভিডিও
ঝুরাভকা নাতালিয়া তঙ্কোভিট নামে জনৈক কানাডিয়ান রাশিয়ার উদ্দেশে সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘মনে করে দেখো তোমাদের সন্তানেদর, যখন তারা ছোট ছিল এবং এরকমই স্ট্রোলারে বসে থাকত৷’’ ইউক্রেনীয় বংশোদ্ভূত এই মহিলার আর্তি, ‘‘কিছু শিশুকে আর এই স্ট্রোলারে বসানো যাবে না৷ কারণ তারা নিহত৷ তোমাদের শিশুদের কথা ভাবো এই পরিস্থিতিতে৷ তাদের প্রতি তোমাদের ভালবাসার কথা ভাবো৷ আমি কোনও শূন্য স্ট্রোলার দেখতে চাই না৷’’
আরও পড়ুন : অল্পবয়সিদের মধ্যে কেন বাড়ছে হৃদরোগ? প্রতিকারের উপায়ই বা কী?
অন্যদিকে রাশিয়া প্রথম থেকেই দাবি করে এসেছে, এটা তাদের বিশেষ সামরিক অভিযান৷ সাধারণ ইউক্রেনীয়দের তারা নিশানা করছে না৷’’ কিন্তু যুদ্ধের ভয়াবহ ছবি অন্য কথাই বলছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia, Ukraine, War in Ukraine