হৃদরোগ হানা দিতে পারে যখন তখন৷ বয়স চল্লিশ কি পঞ্চাশের কোঠাতে থাকলেও আচমকাই নিজের কাজ থেকে অবসর নিতে পারে হৃদযন্ত্র৷ সিদ্ধার্থ শুক্লর পরে অভিষেক চট্টোপাধ্যায়ের অকালপ্রয়াণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হৃদরোগ চিকিৎসার কোনও সুযোগই দিচ্ছে না৷(Reasons behind heart attack at young age) ( ছবি : ফেসবুক)