এবার থেকে 'ডেটিং'-এর জন্যও অফিসে বরাদ্দ থাকবে ছুটি
Last Updated:
#চিন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নববর্ষ পালিত হয় চিনে। এইসময় কর্মীদের বিভিন্ন উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে গোটা চিন জুড়েই। কিন্তু উপহার বাছাইয়ের ক্ষেত্রে অন্য নজির গড়ল এক চিনা সংস্থা! নববর্ষ উপলক্ষে তাদের অফিসে কর্মরতা সিঙ্গল মহিলাদের জন্য ঘোষণা করল এক অভিনব উপহারের !
হাঙঝাউয়ের সঙচেঞ্জ নামের এই সংস্থার তরফে জানানো হয়েছে, ৩০ বছরের ঊর্ধ্বের সিঙ্গল মহিলারা ‘ডেটিং’ -এর জন্য পাবেন বিশেষ ছুটি । নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি ছাড়াও অতিরিক্ত আট দিন ছুটি পাবেন সিঙ্গল মহিলা কর্মীরা। ছুটির স্লোগানটিও বেশ নজরকাড়া-- ‘গো হোম অ্যান্ড ডেট’।
চিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের তথ্য অনুসারে ২০১৩ থেকে ওদেশে ক্রমশ কমছে বিয়ে করার প্রবণতা। সারাটা দিন অফিসের কাজের প্রবল চাপ! এর ফাঁকেও সিঙ্গল মহিলারাও যাতে একটু কোয়ালিটি টাইম কাটাতে পারেন... সেকথা ভেবেই এহেন অভিনব উপহারের কথা ভেবেছে হাঙঝাউয়ের সঙচেঞ্জ!
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2019 11:51 AM IST