Lady serial killer: টাকা ধার নিয়েই ক্যাপসুল দিত যুবতী, খেলেই নিমেষে মৃত্যু! শিকার ১৪ জন, ছাড় পায়নি বন্ধুও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ১৪টি হত্যাকাণ্ডের মধ্যে নিজের বন্ধুকে সায়ানায়েড বিষ দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দিল থাইল্যান্ডের আদালত৷
ব্যাঙ্কক: থাইল্যান্ডের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার সে৷ নিজের বন্ধুকেও সায়ানায়েড বিষ দিয়ে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সবমিলিয়ে ১৪ জনকে খুনের অভিযোগ ছিল ৩৬ বছরের যুবতী সরারত রঙ্গিসউথাপর্নের বিরুদ্ধে৷
এই ১৪টি হত্যাকাণ্ডের মধ্যে নিজের বন্ধুকে সায়ানায়েড বিষ দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দিল থাইল্যান্ডের আদালত৷ জানা গিয়েছে, ওই মহিলা অনলাইন জুয়া খেলায় আসক্ত৷ সায়ানায়েড বিষ প্রয়োগ করে একের পর এক খুন করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করাই ছিল ওই যুবতীর উদ্দেশ্য৷ থাইল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনলাইনে জুয়া খেলার জন্য হাজার হাজার ডলার ধার করত ওই যুবতী৷ পরে সেই টাকা ফেরত না দেওয়ার জন্য বিষ প্রয়োগ করে ঋণদাতাদেরই খুন করত সে৷
advertisement
আরও পড়ুন: তবলার তালিম দিয়ে ফিরছিলেন, তারপরেই মিলল ক্ষতবিক্ষত দেহ! তাও ট্রেনের বাঙ্কে… শিউরে ওঠা ঘটনা
advertisement
মঙ্গলবার নিজের বান্ধবীকে খুনের অভিযোগে এই যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দেয় ব্যাঙ্ককের একটি আদালত৷ ২০২২ সালে ব্যাঙ্ককের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানে নিজের ওই বান্ধবীর সঙ্গে দেখা করে এই সিরিয়াল কিলার৷ কিন্তু ওই অনুষ্ঠানের কিছুক্ষণ পরই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই তরুণী৷ পরে মৃতার শরীরে সায়ানায়েডের অস্তিত্বের প্রমাণ পায় পুলিশ৷
advertisement
এই ঘটনার তদন্তে নেমেই প্রথম সরারত নামে ওই খুনির খোঁজ পায় পুলিশ৷ তদন্তে উঠে আসে, ২০১৫ সাল থেকে একই ভাবে বিষ প্রয়োগ করে একের পর এক খুন করেছে সে৷ পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে থাইল্যান্ডের মুদ্রায় প্রায় ৩ লাখ ভাট ধার করে সে৷ যাঁদের থেকে সে টাকা ধার নিত, তাঁদের মধ্যে ১৫ জনকে হত্যার চেষ্টা করে সে৷ এঁদের মধ্যে একজনই প্রাণে বেঁচে যান৷ পুলিশ জানিয়েছে, টাকা ধার নেওয়ার পর হার্বাল ক্যাপসুল দেওয়ার নাম করে নিজের শিকারদের বিষ সায়ানায়েড বিষ দিত ওই যুবতী৷
advertisement
একটি মামলায় প্রাণদণ্ডের নির্দেশ হলেও এখনও ওই সিরিয়াল কিলারের বিরুদ্ধে ১৩টি খুনের মামলা সহ প্রায় ৮০টি মামলা ঝুলে রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 1:50 PM IST