ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কয়েক লক্ষের কর্মহীন হওয়ার আশঙ্কা

Last Updated:

কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷

#কুয়েতসিটি: এবার ভারত-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত ৷ এর ফলে কয়েক লক্ষ ভারতীয়ের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইরান এবং ফিলিপিন্সের নাগরিকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত৷ সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরু করছে কুয়েত৷
কুয়েতে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মসূত্রে বসবাস করেন৷ তাঁদের একটা বড় অংশই অবশ্য করোনা অতিমারির জেরে দেশে ফিরে এসেছেন৷ আবার এমন অনেকে রয়েছেন, যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে এসেছে ৷ অনেকে পরিবার নিয়েও কুয়েতে থাকেন৷ এঁদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত৷
ভারতীয় বিদেশমন্ত্রক কুয়েতের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷
advertisement
advertisement
কুয়েতের ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সভাপতি রাজপাল ত্যাগি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ছুটি নিয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁরা এবার কুয়েতে না ফিরতে পারলে সব সংস্থাই সেই সমস্ত কর্মীদেরল বরখাস্ত করবে৷
কুয়েতে কর্মরতভারতীয়দের জন্য সেদেশে নতুন আইন তৈরি হচ্ছে৷  নতুন আইন অনুযায়ী, কুয়েতে কর্মরত ভারতীয়দের সর্বোচ্চ সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই আইন লাগু হলে সাড়ে আট লক্ষ ভারতীয়কে কুয়েত থেকে ফিরে আসতে হতে পারে৷ নতুন আইন অনুযায়ী, কুয়েতে সংস্থাগুলোয় কত সংখ্যক বিদেশি নাগরিককে চাকরি দেওয়া যাবে, তার নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে৷ কুয়েতের নাগরিক এবং বিদেশিদের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার৷
advertisement
কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা, ফিলিপিন্সের মতো দেশগুলির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামের নাগরিকদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে৷
কুয়েতে প্রায় দশ লক্ষ ভারতীয় কর্মসূত্রে বসবাস করেন৷ নতুন আইন চালু হলে তার মধ্যে সাড়ে আট লক্ষকেই ফেরত আসতে হতে পারে৷ কুয়েতের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ৷ তার মধ্যে কুয়েতের নাগরিক মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ লক্ষ৷ জনসংখ্যার সিংহভাগই ভারত সহ অন্যান্য দেশগুলির নাগরিক৷
advertisement
কুয়েত ভারতীয়দের প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার পিছনে বিমান পরিষেবা শুরু করা নিয়ে টানাপোড়েনও অন্যতম কারণ হতে পারে৷ কুয়েতের বিমান সংস্থাগুলি ভারতে বিমান পরিষেবা শুরু করতে আগ্রহী৷ কিন্তু এই মুহূর্তে সেই অনুমতি দিচ্ছে না ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কয়েক লক্ষের কর্মহীন হওয়ার আশঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement