#পিয়ংইয়ং: করোনা অতিমারীর জেরে উত্তর কোরিয়ায় (North Korea)ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে৷ তার ফলে মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে৷ আর সেই ক্ষোভ প্রশমনেই এমন নিষ্ঠুর নির্দেশ দিয়েছেন কিম জং উন (Kim Jong-un)৷ এই নির্দেশ দেওয়ার পিছনে অবশ্য যুক্তিও খাড়া করেছেন কিম৷ তাঁর দাবি, বাড়িতে কুকুর পোষা (Pet Dogs Banned in North Korea) আসলে শ্রেণি বৈষম্যেরেই একটি রূপ৷
দ্য মিরর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কিমের দাবি, সাধারণ মানুষ গবাদি পশু পালন করেন৷ শুধুমাত্র যাঁরা ধনী, তাঁরাই বাড়িতে পোষ্য রাখেন৷ কুকুর পোষাকে পুঁজিবাদ এবং বুর্জোয়া আদর্শের সঙ্গেও তুলনা করেছেন কিম৷
আরও পড়ুন: অনলাইনে অর্ডার করা খাবারে এল মুরগির পায়ের পাতা ভাজা, দেখেই অসুস্থ ক্রেতা!
এই নির্দেশ জারি করার মাধ্যমে উত্তর কোরিয়ায় কুকুর পোষার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ তবে কুকুর পোষা নিয়ে উত্তর কোরিয়ায় এই বিধিনিষেধ নতুন কিছু নয়৷ ১৯৮০-র দশকেও একাধিকবার এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল সেদেশে৷ সাউথ চায়না মর্নিং পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে কিমের দলের প্রতিষ্ঠা দিবসের আগে বাড়ির পোষা কুকুরের লোম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ আর তা করলে এর বদলে ১৪৮ মার্কিন ডলারের সমান মূল্যের চাল সরকারকে দান করার নির্দেশ দেওয়া হয়েছিল৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, করোনা অতিমারীর ধাক্কায় উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ৷ চিনের সঙ্গে বাণিজ্যিক লেনদেনও ৯০ শতাংশ কমে গিয়েছে৷ এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অধিকাংশ পরিবার দিনে একবার খাবারের সংস্থান করতে পারছে বলে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করা হয়েছে৷
এই পরিস্থিতিতে কুকুর পোষাকে বিলাসিতা বলেই মনে করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক৷ সমাজের নিচুতলার মানুষের সঙ্গে যা অবিচার বলেই মনে করেন তিনি৷
আরও পড়ুন: অসাধারণ প্রতিভা এই কুকুরের, ছবি এঁকে উপার্জন করে লাখ লাখ টাকা
জানা গিয়েছে, পোষ্য কুকুরগুলিকে দেশের রাজধানী শহর পিয়ং ইয়াং-এই হত্যা করা হবে৷ আর কিছু কুকুরকে সরকারি চিড়িয়াখানায় পাঠানো হবে৷ বাকিগুলির মাংস ব্যবহার হবে বিভিন্ন রেস্তোরাঁয়৷ কুকুরের মাংস উত্তর কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি পদ৷
কোন পরিবারগুলির কাছে কুকুর রয়েছে, তা খুঁজে বের করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই কুকুর নিধন শুরু হবে৷ নয়তো সেগুলিকে চিড়িয়াখানায় পাঠানো হবে৷
রিপোর্টে প্রকাশ, উত্তর কোরিয়ার বহু পরিবারই নিজেদের প্রিয় পোষ্যগুলির এমন নির্মম পরিণতি মেনে নিতে নারাজ৷ পোষা সারমেয়দের ছাড়তেও চায় না তারা৷ কিন্তু উত্তর কোরিয়ায় কিমের নির্দেশই শেষ কথা৷ ফলে এই নির্দেশ না মেনেও উপায় নেই কারও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dogs, Kim Jong Un, North Korea