Khaleda Zia: খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক! রাতেই হাসপাতালে পুত্র তারেক! মধ্যরাতে বিবৃতি মেডিক্যাল বোর্ডের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Khaleda Zia: চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।''
ঢাকা: ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মধ্যে মধ্যরাতে তাঁকে গিয়ে দেখে এসেছেন সদ্য বাংলাদেশে ফেরা পুত্র তারেক রহমান।
advertisement
চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। ওঁর অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই ব্রিফ করা হয়।
advertisement
advertisement
জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তী সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।
advertisement
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশ-বিদেশের চিকিৎসকেরা বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা করছেন, তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।
১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে ছিলেন তিনি। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 10:04 AM IST








