Karachi University : ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে! মৃত ৪, বাড়তে পারে সংখ্যা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Karachi University : পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি গাড়িতে বিস্ফোরক ফেটে এই ঘটনা ঘটে।
#ইসলামাবাদ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University)। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি গাড়িতে বিস্ফোরক ফেটে এই ঘটনা ঘটে। করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের মধ্যেই কনফুসিয়াস ইনস্টিটিউশনের কাছে একটি ভ্যানে এই বিস্ফোরণ হয়।
এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পরেই নিরাপত্তা বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধারকার্য। পুলিশ সূত্রে খবর, ওই ভ্যানের মধ্যে প্রায় আট জন ছিলেন। তাই মৃতের সংখ্যার বাড়ার আশঙ্কা আছে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত যে চারজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ২ জন বিদেশি। এই দুইজন বিশ্ববিদ্যালয়ে (Karachi University) চিনা ভাষা পড়াতেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন অনেকে।
At least three Chinese among five killed in a terrorist attack inside Karachi University at Conficious Institute #Karachi #Pakistan pic.twitter.com/Gf3z9XLDuW
— Mubashir Zaidi (@Xadeejournalist) April 26, 2022
advertisement
প্রসঙ্গত, বিস্ফোরণের পরে এলাকা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই ভ্যানেই ছিল বিস্ফোরক যা ফেটে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও সন্ত্রাসবাদী হাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যাঁরা ঘটনায় আহত তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 4:46 PM IST