Silicon Valley Supports Kamala Harris: সিলিকন ভ্যালিতে তহবিল সংগ্রহে এগিয়ে কমলা হ্যারিস, মার্কিন নির্বাচনের আগে কপালে ভাঁজ ট্রাম্পের?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বেশ কিছু বড় কোম্পানির কর্মচারী, তাঁদের পরিবার এখনও পর্যন্ত যে পরিমাণ তহবিল হ্যারিস ও ডেমোক্র্যাটিক দলকে দান করেছেন, তার পরিমাণ প্রায় ২.১৬ মিলিয়ন ডলার৷ যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ১৮ কোটি৷
ওয়াশিংটন ডি সি: জনমত সমীক্ষাতে আগে থেকেই এগিয়ে ছিলেন কমলা হ্যারিস৷ এবার অর্থ সংগ্রহের দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন তিনি৷ বিশেষ করে নির্বাচনের জন্য সিলিকন ভ্যালির অনুদানের তথ্য সে কথাই বলছে৷
সূত্রের খবর অনুযায়ী, প্রযুক্তিনগরীর বড় কোম্পানি যেমন আ্যমাজন, অ্যালফাবেট, মাইক্রোসফটের কর্মচারীরা সরারসরি কমলা হ্যারিসকে সমর্থন করছেন৷
advertisement
যদিও টেক জায়ান্ট এলন মাস্ক, মার্ক অ্যান্ডাসনের মতো ব্যক্তিত্বরা সরাসরি ট্রাম্পকে সমর্খন জানিয়েছেন৷ কিন্তু কোম্পানির কর্মচারীদের অনুদান ডেমোক্র্যাটিক পার্টির দিকেই৷
advertisement
জানা যাচ্ছে ভেনচার ক্যাপিটালিস্ট রেইড হফম্যান, গ্রেলক, উদ্যোগপতি মার্ক কুবানের মতো ব্যক্তিত্বরা সরাসরি কমলা হ্যারিসকে সমর্থন করছেন৷ যদিও সিলিকন ভ্যালির বেশ কিছু কোম্পানির কাস্টমার উভয় দলেরই সমর্থক হওয়ায় তারা সরাসরি কোনও দলকেই সমর্থন করছেন না৷
তবে বেশ কিছু বড় কোম্পানির কর্মচারী, তাঁদের পরিবার এখনও পর্যন্ত যে পরিমাণ তহবিল হ্যারিস ও ডেমোক্র্যাটিক দলকে দান করেছেন, তার পরিমাণ প্রায় ২.১৬ মিলিয়ন ডলার৷ যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ১৮ কোটি৷ ট্রাম্পের প্রাপ্ত তহবিলের প্রায় ৪০ গুণ বেশি৷ সিলিকন ভ্যালিতে ৫নভেম্বর নির্বাচন৷ তার আগে এই তথ্য ডেমোক্র্যাটিক পার্টির কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট৷
advertisement
প্রসঙ্গত, জুন মাসের শেষ পর্বে ট্রাম্পের সঙ্গে বাইডেনের প্রথম বিতর্ক হয়৷ তারপরই ডেমোক্র্যাট দলের অন্দরেই প্রশ্ন ওঠে, বাইডেন কি শারীরিক এবং মানসিক ভাবে আগামী পাঁচ বছর এই পদ সামলাতে সক্ষম?
জুলাইয়ের মধ্য পর্বে নির্বাচনী দৌড় থেকে নিজেই সরে দাঁড়ান বাইডেন৷ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন তিনিই। অগাস্টের তৃতীয় সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিক ভাবে কমলার প্রার্থীপদ দলীয় অনুমোদন পায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 10:15 AM IST