Myanmar jail torture: দু' পা কেটে নিয়ে ঢালা হল গরম জল! মায়ানমারের জেলে চলছে নৃশংস অত্যাচার, ফাঁস করলেন সাংবাদিক

Last Updated:

জেল থেকে বেরিয়েই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন মং৷ প্রথমেই নিজের ফোন এবং ল্যাপটপ থেকে সমস্ত ই মেল, ছবি মুছে ফেলেন তিনি৷

মায়ানমারে চলছে সেনা শাসন৷ ছবি-এপি
মায়ানমারে চলছে সেনা শাসন৷ ছবি-এপি
বার্মা: মিলিটারি শাসনে থাকা মায়ানমারে এখন কী চলছে, সে সম্পর্কে অবহিত নয় বহির্বিশ্ব৷ কিন্তু জুন্টা সরকারের শাসনে মায়ানমারবাসীর কি নিদারুণ নির্যাতন এবং দুর্দশায় দিন কাটছে, তা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন মং মং নামে মায়ানমারের এক প্রাক্তন সাংবাদিক৷ প্রাণ বাঁচাতে যিনি দেশ ছেড়ে পালিয়েছেন৷
আং সাং স্যু কি-র হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর জুন্টা সরকার মায়ানমার জুড়ে কী ধরনের অত্যাচার চালাচ্ছে, তার একটা ছবি তুলে ধরেছেন ওই সাংবাদিক৷ এমন কি, জুন্টা সরকারের নির্যাতন থেকে রক্ষা পাননি ওই সাংবাদিকের নিজের ভাইও৷
advertisement
advertisement
মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনের বাসিন্দা ছিলেন মং মং৷ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জুন্টা সরকার ক্ষমতায় আসার পর মায়ানমারের পরিস্থিতি রাতারাতি কীভাবে বদলে গিয়েছে, দ্য ইন্ডিপিডেন্টে প্রকাশিত নিজের প্রতিবেদনে তারই ব্যাখ্যা দিয়েছেন মং মং৷
ওই সাংবাদিক লিখেছেন, ‘২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর আমাদের জীবন এক ধাক্কায় বদলে গেল৷ জুন্টা সরকারের জোর করে ক্ষমতা দখলের বিরোধিতা করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়৷ কিন্তু গায়ের জোরে সেই প্রতিবাদ থামান হয়৷ শুরু হয় সেনাবাহিনীর নির্মম নির্যাতন৷ হাজার হাজার বিক্ষোভকারীকে হয় প্রাণে মেরে ফেলা হয়, নাহলে জেল বন্দি করা হয়৷ দেশ জুড়ে জারি হয় কারফিউ৷ কাউকে দেখে সন্দেহভাজন মনে হলেই তাঁর বাড়ি ঘর তছনছ করে সেনা৷ বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের মাধ্যম হওয়ায় সমাজমাধ্যমের ব্যবহার বন্ধ করা হয়৷ জিজ্ঞাসাবাদের নামে অত্যাচার করে বহু মানুষকে হত্যা করা হয়েছে৷ আতঙ্কে প্রাণে বাঁচতে অনেকে লাগোয়া থাইল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়৷ ‘
advertisement
ওই সাংবাদিক আরও লিখেছেন, ‘আমার এক বন্ধুকে তিন মাস জেলবন্দি করে রাখা হয়৷ যে সমস্ত বিদেশি সাংবাদিকদের মোবাইলে আন সাং স্যু কি-র ছবি ছিল, তাঁদের ৭ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়৷ মাসের পর মাস তাঁদের জেলের অন্ধকারে নির্যাতন করা হয়৷ এখনও অনেকে জেলে রয়েছেন৷ একটি ফেসবুক পোস্টে লাইক করায় আমার তিন ভাইয়ের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়৷ জেলে তাঁর পা দুটো কেটে ফেলা হয়৷ এর পর ক্ষতের উপরে ঢালা হয় গরম জল৷ অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ভাই সংজ্ঞাহীন হয়ে পড়ে৷ পরের দিন সকালে জ্ঞান ফেরার পর ওকে নিয়ে গিয়ে ফের কড়া রোদের মধ্যে বেঁধে রাখা হয়৷ ফের ও ও অচৈতন্য হয়ে পড়ে৷ দ্বিতীয় বার জ্ঞান ফেরার পর ও দেখে ওকে অন্য একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে৷ ‘
advertisement
মং জানিয়েছেন, নিজের স্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল অফিসারকে মোটা টাকা ঘুষ দেওয়া হয়৷ আট মাস জেলবন্দি থাকার পর প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান মং৷
জেল থেকে বেরিয়েই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন মং৷ প্রথমেই নিজের ফোন এবং ল্যাপটপ থেকে সমস্ত ই মেল, ছবি মুছে ফেলেন তিনি৷ এর পর চাষিদের থেকে চাল কিনে বস্তায় ভরে মাঝরাতে ট্রাকে চড়ে দেশ ছাড়েন মং৷ মিলিটারি চেক পয়েন্টগুলিতে নগদ এবং মদের বোতল ঘুষ হিসেবে দিয়ে নিস্তার পায় ওই সাংবাদিক এবং তাঁর পরিবার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Myanmar jail torture: দু' পা কেটে নিয়ে ঢালা হল গরম জল! মায়ানমারের জেলে চলছে নৃশংস অত্যাচার, ফাঁস করলেন সাংবাদিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement