Joe Biden Warns Russia: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের

Last Updated:

মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে (Ukraine Crisis)৷

বাইডেন বলেছেন, এই হামলার উত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না।
বাইডেন বলেছেন, এই হামলার উত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না।
মঙ্গলবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, রাশিয়া ইউক্রেনে  যুদ্ধ (Ukraine Crisis) চায় না৷ ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনার ফিরে আসার ছবি সামনে এসেছে৷ মার্কিন প্রেসিডেন্ট অবশ্য মনে করছেন, এখনও রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা চালানোর যথেষ্ট সম্ভাবনাই রয়েছে৷ আর সেরকম পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য আমেরিকাও তৈরি বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন৷
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বিশেষজ্ঞদের মতে রুশ সেনা এখনও এমন জায়গায় রয়েছে যা যথেষ্টই উদ্বেগের৷ যে পরিস্থিতিই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি আছে৷ আমরা কূটনৈতিক আলোচনার জন্যও তৈরি৷ একই সঙ্গে রাশিয়া যদি ইউক্রেনের উপরে হামলা চালায় তাহলে তার যথাযোগ্য জবাব দিতেও আমরা প্রস্তুত৷ আর সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে৷'
advertisement
মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে৷ রুশ সরকারের দাবি, দেশের সেনাবাহিনী পূর্ব পরিকল্পিত মহড়া সারতেই ইউক্রেন সীমান্তে গিয়েছিল৷ মঙ্গলবার জার্মান চান্সেলরের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকেও মধ্যস্থতার পক্ষেই ইঙ্গিত দিয়েছিলেন পুতিন৷
যদিও ওয়াশিংটন রাশিয়াকে এখনই বিশ্বাস করতে রাজি নয়৷ রাশিয়া যে সত্যিই উত্তেজনা প্রশমন উদ্যোগী হয়েছে, সেই প্রমাণ চায় তারা৷ কারণ গত সপ্তাহের শেষ দিক জুড়ে ইউক্রেনে আক্রমণ করার হুমকি শোনা গিয়েছিল মস্কোর তরফে৷
advertisement
গত শনিবারই ইউক্রেন সংকট নিয়ে সরাসরি পুতিনের সঙ্গে কথা হয়েছিল বাইডেনের৷ তখনও কূটনৈতিক পথেই সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি৷ পুতিন দাবি করেছিলেন, আমেরিকা, ন্যাটো বা ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উদ্বেগের কোনও কারণ নেই৷ তিনি বলেছিলেন, 'রাশিয়ার নাগরিকদের বলছি, আপনারা আমাদের শত্রু নন৷ আমি এটাও বিশ্বাস করি না যে আপনারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী, ধ্বংসাত্মক যুদ্ধ চান৷'
advertisement
গোটা ইউরোপ জুড়েই আমেরিকা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেছিলেন বাইডেন৷ তিনি জানিয়েছিলেন, প্রতিটি দেশেরই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden Warns Russia: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement