Joe Biden Warns Russia: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে (Ukraine Crisis)৷
মঙ্গলবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ (Ukraine Crisis) চায় না৷ ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনার ফিরে আসার ছবি সামনে এসেছে৷ মার্কিন প্রেসিডেন্ট অবশ্য মনে করছেন, এখনও রাশিয়ার ইউক্রেনের উপরে হামলা চালানোর যথেষ্ট সম্ভাবনাই রয়েছে৷ আর সেরকম পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য আমেরিকাও তৈরি বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন৷
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বিশেষজ্ঞদের মতে রুশ সেনা এখনও এমন জায়গায় রয়েছে যা যথেষ্টই উদ্বেগের৷ যে পরিস্থিতিই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি আছে৷ আমরা কূটনৈতিক আলোচনার জন্যও তৈরি৷ একই সঙ্গে রাশিয়া যদি ইউক্রেনের উপরে হামলা চালায় তাহলে তার যথাযোগ্য জবাব দিতেও আমরা প্রস্তুত৷ আর সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে৷'
advertisement
মঙ্গলবার মস্কো দাবি করেছিল, রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকা ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে৷ রুশ সরকারের দাবি, দেশের সেনাবাহিনী পূর্ব পরিকল্পিত মহড়া সারতেই ইউক্রেন সীমান্তে গিয়েছিল৷ মঙ্গলবার জার্মান চান্সেলরের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকেও মধ্যস্থতার পক্ষেই ইঙ্গিত দিয়েছিলেন পুতিন৷
যদিও ওয়াশিংটন রাশিয়াকে এখনই বিশ্বাস করতে রাজি নয়৷ রাশিয়া যে সত্যিই উত্তেজনা প্রশমন উদ্যোগী হয়েছে, সেই প্রমাণ চায় তারা৷ কারণ গত সপ্তাহের শেষ দিক জুড়ে ইউক্রেনে আক্রমণ করার হুমকি শোনা গিয়েছিল মস্কোর তরফে৷
advertisement
গত শনিবারই ইউক্রেন সংকট নিয়ে সরাসরি পুতিনের সঙ্গে কথা হয়েছিল বাইডেনের৷ তখনও কূটনৈতিক পথেই সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি৷ পুতিন দাবি করেছিলেন, আমেরিকা, ন্যাটো বা ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উদ্বেগের কোনও কারণ নেই৷ তিনি বলেছিলেন, 'রাশিয়ার নাগরিকদের বলছি, আপনারা আমাদের শত্রু নন৷ আমি এটাও বিশ্বাস করি না যে আপনারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী, ধ্বংসাত্মক যুদ্ধ চান৷'
advertisement
গোটা ইউরোপ জুড়েই আমেরিকা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেছিলেন বাইডেন৷ তিনি জানিয়েছিলেন, প্রতিটি দেশেরই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 12:16 PM IST