#ওয়াশিংটন: মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১ ফেব্রুয়ারি) তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি এই খবর জানিয়েছে।ক্ষমতা ত্যাগের জন্য মায়ানমার সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি অসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকে ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ’ বলে তিনি নিন্দা করেন।
মায়ানমারের গণতন্ত্রের অগ্রগতির জন্য গত দশকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমোরিকা। বাইডেন জানিয়েছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমেরিকার অনুমোদিত আইন এবং কর্তৃপক্ষের তাৎক্ষণিক পর্যালোচনা করা দরকার, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ওই নিষেধাজ্ঞা ফের পুনর্মূল্যায়ন করা হতে পারে জানিয়ে বাইডেন বলেন, ‘গণতন্ত্র যেখানেই আক্রান্তের শিকার হবে সেখানেই তা রক্ষার কাজে এগিয়ে যাবে আমেরিকা।’
প্রসঙ্গত, সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মায়ানমারের ক্ষমতা দখল করেছে দেশের সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে এক বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden, Myanmar Army