Tokyo Airport Fire Incident: ভূমিকম্পের মধ্যে জাপানে নতুন আতঙ্ক! দাউদাউ করে জ্বলছে বিমান
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tokyo Airport Fire Incident: জাপানের এনএইচকে একটি প্রতিবেদনে অনুযায়ী টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের।
টোকিওঃ টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। জাপানের এনএইচকে একটি প্রতিবেদনে অনুযায়ী টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। এরপরই বিমানটিতে আগুন লাগে। টোকিও বিমানবন্দরের রানওয়েতে টেকঅফের সময় জাপান এয়ারলাইন্সের এই বিমানের উইংয়ে আগুন ধরতে দেখা যায়।
আরও পড়ুনঃ ১ দিনে ১৫৫ বার কম্পন…! জাপানে লাগাতার ভূমিকম্পে ভয়ঙ্কর আতঙ্ক, বাড়ছে মৃতের সংখ্যা
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিমানটিকে উত্তর জাপানি দ্বীপ হোক্কাইডোর সাপোরো বিমানবন্দর আনা হয়। হানেদা বিমানবন্দরে জাপানি কোস্টগার্ড অফিসার বলেছেন যে তাঁরা বিস্তারিত পরীক্ষা করছেন। আগুন লেগে যাওয়া বিমানটিতে ৩৬৭ জন যাত্রী ছিল। জ্বলন্ত বিমান থেকে ৩৬৭ জন যাত্রীকে সফলভাবে বের করে আনা হয়।
advertisement
#WATCH | A Japan Airlines jet was engulfed in flames at Tokyo’s Haneda airport after a possible collision with a Coast Guard aircraft, with the airline saying that all 379 passengers and crew had been safely evacuated: Reuters
(Source: Reuters) pic.twitter.com/fohKUjk8U9
— ANI (@ANI) January 2, 2024
advertisement
advertisement
বছরের শুরুতেই, গতকাল সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ কেড়েছে ১২ জনের। বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর বিপর্যয় ২০১১ সালের বিধ্বংসী সুনামির স্মৃতি ফের মনে করিয়ে দিল।
advertisement
জানা গেছে ভয়াবহ বিপর্যয়ে প্রায় ৩৩ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন৷ প্রধান মহাসড়ক থেকে সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটও বন্ধ রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা এবং সেনা সদস্যদের উদ্ধার পরিষেবাতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 4:04 PM IST