Israel Palestine conflict: খাবারের আশায় জড়ো হওয়া ভিড়ে নির্বিচারে গুলি ইজরায়েলি সেনার! গাজায় হত শতাধিক, আহত অন্তত ৭০০
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ফের একবার এমনই নৃশংসতার সাক্ষী থাকল গাজা৷ অভিযোগ, ত্রাণ নিতে জড়ো হওয়া অসহায় প্যালেস্তানীয় নাগরিকদের উপর গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা৷
গাজা: ত্রাণ নিতে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে ক্ষুধার্ত মানুষ৷ হঠাৎই তাঁদের লক্ষ্য করে শুরু হল নির্বিচারে গুলিবৃষ্টি৷ মৃত্যু হল শতাধিক জনের৷ আহতের সংখ্যা সাতশোরও বেশি৷
বৃহস্পতিবার ফের একবার এমনই নৃশংসতার সাক্ষী থাকল গাজা৷ অভিযোগ, ত্রাণ নিতে জড়ো হওয়া অসহায় প্যালেস্তানীয় নাগরিকদের উপর গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা৷ এই ঘটনায় ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে প্যালস্তাইন৷
advertisement
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার গাজার প্রাণকেন্দ্রে একটি জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছয় বেশ কিছু ট্রাক৷ খাবার এবং ত্রাণ পাওয়ার আশায় সেই ট্রাকগুলির দিকে ছুটে যান শয়ে শয়ে প্যালেস্তানীয়৷ কিন্তু কোনওভাবে ট্রাকগুলি ওই এলাকায় মোতায়েন করা ইজরায়েলি সেনার বেশি কিছু ট্যাঙ্কের সামনে চলে যায়৷ ফলে মানুষের ভি়ড়ও সেদিকে ছুটে যায়৷ তখনই গুলি চালাতে শুরু করে ইজরায়েলি সেনা৷ খাবারের আশায় ছুটে এসেছিলেন যাঁরা, গুলিবিদ্ধ হয়ে তাঁরাই রাস্তায় লুটিয়ে পড়েন৷
advertisement
ইজরায়েলি সেনা অবশ্য দাবি করেছে, প্যালেস্তানীয় জনতা এমন ভাবে তাঁদের ট্যাঙ্কের দিকে ছুটে আসে তাতে মনে হয়েছিল যে ইজরায়েলি সেনার উপরে হামলা হতে পারে৷ আত্মরক্ষার্থেই তাই গুলি চালাতে বাধ্য হয় সেনাবাহিনী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 11:58 PM IST