Yahya Sinwar Death Footage: সোফায় বসে ধুঁকছেন হামাস প্রধান সিনওয়ার, কেমন ছিল শেষ কয়েক মিনিট? ভিডিও প্রকাশ করল ইজরায়েল
- Published by:Debamoy Ghosh
- trending desk
Last Updated:
Hamas leader Yahya Sinwar Death Footage: ফুটেজে দেখা যাচ্ছে, মাথা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। কোনওরকমে শরীরকে বসিয়ে রেখেছেন ইয়াহিয়া। বাঁ হাতে ধরা একটা লাঠি। ড্রোন কাছে যেতেই সেই লাঠিটা ছুঁড়ে মারলেন তিনি।
তেল আভিভ: প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি দোতলা বাড়ি। দেওয়াল উড়ে গিয়েছে। শুধু ছাদটুকু টিকে আছে কোনওমতে। চারদিকে ধুলো উড়ছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র। মুখোমুখি দুটি সোফা। একটিতে বসে রয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। গুরুতর জখম। দাঁড়ানোর ক্ষমতা নেই।
এই ড্রোন ফুটেজ প্রকাশ করেছে ইজরায়েলি সেনা। তাদের দাবি এটা ইয়াহিয়ার মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ভিডিও। ফুটেজে দেখা যাচ্ছে, মাথা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। কোনওরকমে শরীরকে বসিয়ে রেখেছেন ইয়াহিয়া। বাঁ হাতে ধরা একটা লাঠি। ড্রোন কাছে যেতেই সেই লাঠিটা ছুড়ে মারলেন তিনি।
advertisement
advertisement
ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, “আমরা ডিএনএ পরীক্ষা করেছি। ইনি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ৭ অক্টোবরের গণহত্যার মাস্টারমাইন্ড।“একই কথা বলেছেন ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারিও। তাঁর কথায়, “বোমাবর্ষণে ধুলিস্যাৎ হয়ে যায় সামরিক ভবন। তখনই মৃত্যু হয় ইয়াহিয়া সিনওয়ারের।“ সিনওয়ার বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন বলেও জানিয়েছেন তিনি।
Raw footage of Yahya Sinwar’s last moments: pic.twitter.com/GJGDlu7bie
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 17, 2024
advertisement
হাগারি দাবি করেছেন, গুলিতে জখম হওয়ার পর একটি দোতলা বাড়িতে লুকিয়ে পড়েন ইয়াহিয়া। এরপর ড্রোন নামিয়ে এলাকা স্ক্যান করা হয়। তাঁর কথায়, “সেই ফুটেজই আমরা প্রকাশ করেছি।“ ফুটেজে দেখা যাচ্ছে, ডান হাতে গুলি লেগেছে ইয়াহিয়ার। সোফায় মুখ ঢেকে বসে রয়েছেন তিনি। তবে হামাস এখনও পর্যন্ত ইয়াহিয়ার মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি।
advertisement
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইয়াহিয়ার মৃত্যুর মধ্যে দিয়ে প্যালেস্তেনীয় ভূখণ্ডে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ শেষের সূচনা হল। ইজরায়েলের সেনার ইয়াহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রকাশিত একটি বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় সামরিক অভিযানে জঙ্গি সংগঠন হামাসের ইয়াহিয়া সিনওয়ারকে নিকেশ করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানোর পর থেকেই হামাসকে মাটিতে মিশিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে সেনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, ‘হামাসের পতনের যুগান্তকারী মুহূর্ত।“ সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, “এখনই গাজায় যুদ্ধ শেষ হচ্ছে না। তবে শেষের শুরু হল।“
advertisement
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর দক্ষিন ইজরায়েলের একটি মিউজিক কনসার্টে হামলা চালায় হামাস। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় প্রায় ১২০০ ইজরায়েলির। ২৫০ জনকে বন্দী করা হয়। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইজরায়েল। এক বছর পর ওই হামলার মাস্টারমাইন্ড ইয়াহিয়া সিনওয়ারকে খতম করল ইজরায়েলি সেনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2024 1:16 PM IST

