Israel Palestine War: আলিয়া, প্রিয়াঙ্কা, করিনাদের পোস্টে ‘অল আইজ অন রাফা’, প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে সরব বলিউড

Last Updated:

Israel Palestine war: আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, রিচা চাড্ডা সহ বহু ভারতীয় সেলেব্রিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভাইরাল এই লাইন।

আলিয়া, প্রিয়াঙ্কা, করিনাদের পোস্টে ‘অল আইজ অন রাফা’
আলিয়া, প্রিয়াঙ্কা, করিনাদের পোস্টে ‘অল আইজ অন রাফা’
দক্ষিণ গাজার রাফা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৪০ প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম কয়েক ডজন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে একটি লাইন, “অল আইজ অন রাফা”, যার বাংলা করলে দাঁড়ায় “সব নজর রাফায়”।
আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, রিচা চাড্ডা সহ বহু ভারতীয় সেলেব্রিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভাইরাল এই লাইন। প্যালেস্তানীয় নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘নাতাশার সঙ্গে থাকতে গেলে অনেক ধৈর্য্য রাখতে হয়’; বিচ্ছেদের জল্পনার মাঝেই এ কী বললেন হার্দিক পাণ্ড্য?
ইনস্টাগ্রাম পেজ ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন আলিয়া। সঙ্গে ‘অল আইজ অন রাফা’ হ্যাশট্যাগ। পোস্টের বিষয়বস্তু হল, বিশ্বের সমস্ত শিশুর ভালবাসা, নিরাপত্তা, শান্তি ও বেঁচে থাকার অধিকার রয়েছে।
advertisement
advertisement
প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ার পরেও প্যালেস্তাইন নিয়ে নীরব থাকার অভিযোগ উঠেছে বারবার। তিনিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অল আইজ অন রাফা’ পোস্ট করেছেন। বরুণ, করিনা, রশ্মিকা, সোনাক্ষী, সামান্থা এবং তৃপ্তিও ইনস্টাগ্রাম পোস্টে অ্যাড করেছেন ভাইরাল টেমপ্লেট। আর যাঁরা এখনও ইজরায়েলকে সমর্থন করছেন, তাঁদের এই টেমপ্লেট পোস্ট করার আহ্বান জানিয়েছেন রিচা।
advertisement
ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সুর্নিদিষ্ট খবরের ভিত্তিতে’ হামাসের উপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করে নিয়েছেন যে “দুঃখজনক ভুল” হয়ে গিয়েছে।
সোমবার ইজরায়েলের সংসদে নেতানিয়াহু বলেছেন, “নিরাপরাধ বেসামরিক মানুষদের যাতে কোনও ক্ষতি না হয়, আমরা তার সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু তারপরেও গতকাল রাতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে”। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা ঘটনার তদন্ত করছি। কীভাবে এমনটা ঘটল, সেটা আমরা খুঁজে বের করব, কারণ এটাই আমাদের নীতি”।
advertisement
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার রাতের হামলার পর সামরিক এবং বেসামরিক নাগরিক মিলিয়ে ৩৬ হাজার প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের একটি সঙ্গীত অনুষ্ঠানে হামলা চালিয়েছিল হামাস। ঘটনায় প্রায় ১২০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। অপহরণ করা হয় ২৫০ জনকে। তারপর থেকেই চলছে হামাস- ইজরায়েল যুদ্ধ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Palestine War: আলিয়া, প্রিয়াঙ্কা, করিনাদের পোস্টে ‘অল আইজ অন রাফা’, প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে সরব বলিউড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement