Israel Rocket Attack: ফের তছনছ ইজরায়েলের আয়রন ডোম! মুড়ি-মুড়কির মতো রকেট হানা...আছড়ে পড়ল বাচ্চাদের খেলার মাঠেও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
ইজরায়েল: ফের তছনছ হয়ে গেল ইজরায়েলের আয়রন ডোম৷ লেবানন সীমান্তের ওপার থেকে এপারে ইজরায়েলের গোলান হাইটসে আছড়ে পড়ল একের পর এক মিসাইল৷ ঘটনায় এখনও পর্যন্ত শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল প্রশাসনস৷ শুধু তাই নয়, তাঁদের দাবি, গত বছরের ৭ অক্টোবরের ভয়াবহ হামলার মতোই ভয়ানক ছিল এদিনের হামলা৷
ইজরায়েলের তরফে জানানো হয়েছে, লেবাননের দিক থেকে ইজরায়েলি জমিতে আছড়ে পড়া অন্তত ৩০টি প্রোজেক্টাইল চিহ্নিত করতে পেরেছে তারা৷ এই হামলার পিছনে ইরান মদতপুষ্ট বিদ্রোহী সংগঠন হিজবোল্লার হাত রয়েছে বলে দাবি ইজরায়েলের৷ এদিনের হামলার ঘটনায় গত ৯ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ ইজরায়েলের বহু রাজনৈতিক নেতাই পাল্টা প্রত্যাঘাত করার দাবি জানাচ্ছে৷ যদিও হিজবোল্লা গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রকেট হামলার পিছনে তারা কোনও ভাবেই দায়ী নয়৷
advertisement
আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা
গোলান হাইটসে প্রায় ২০ হাজার ড্রুজ উপজাতির আরব বংশোদ্ভূতদের বাস৷ ১৯৬৭ সালে দীর্ঘ ৬ দিনের লড়াইয়ে সিরিয়ার কাছ থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছিল ইজরায়েল৷ ১৯৮১ সালে তা পাকাপাকি ভাবে ইজরায়েলের দখলে চলে আসে৷ বর্তমানে এখানে ড্রুজ উপজাতিদের পাশাপাশি ৫০ হাজার ইজরায়েলিদেরও বাস৷ তবে ড্রুজ উপজাতির মানুষেরা বেশিরভাগই নিজেদের সিরিয়ার বাসিন্দা বলেই ডাকতে পছন্দ করেন এবং ইজরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকার করেছেন৷
advertisement
advertisement
গত শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
বাচ্চাদের ফুটবল খেলার মাঠে আছড়ে পড়েছে রকেট৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘‘এটা ভয়াবহ একটা হামলা৷ আমরা এর উত্তর দেব৷ ফলক ১ এক ধরনের ইরানীয় রকেট, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে৷ এই মডেল কেবলমাত্র হিজবোল্লারাই ব্যবহার করে৷ এই হামলায় ছোট ছোট ১২টা ছেলেমেয়ের প্রাণ চলে গেছে৷’’
advertisement
হামলার খবর পেয়ে নিজের মার্কিন সফর কাটছাট করে দ্রুত দেশে ফিরছেন ইজারেয়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ দেশে ফিরেই একটি নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 28, 2024 9:00 AM IST