Israel-Gaza: ট্রাম্পের বারণকে বুড়ো আঙুল! গাজায় ফের বোমা ফেলল ইজরায়েল, শান্তি প্রস্তাবের কী হবে? মৃত ৬
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Israel-Gaza: শনিবার গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। সূত্রের খবর, ইজরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬ জন
শনিবার গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। সূত্রের খবর, ইজরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণকে কার্যত উপেক্ষা করেই গাজায় হামলা চালাল ইজরায়েল।
প্রসঙ্গত, ট্রাম্পের শান্তি প্রস্তাবে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাস। গাজার মূল ভূখণ্ডে হামলা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, বন্দিদের মুক্তি দিতেও রাজি হয়েছিল হামাস। যুদ্ধ শেষ করতে বেশ কিছু শর্ত মানতেও রাজি হয়েছিল হামাস সংগঠন। ইজ়রায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ট্রাম্পের নির্দেশের পরেই সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান স্থগিত রাখতে বলা হয়েছে। তবে সেই নির্দেশের অমান্য করেই শনিবার ফের হামলা চালাল ইজরায়েল।
advertisement
advertisement
হামাসের প্রতিক্রিয়া আসারপর ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে জানান হয়েছিল ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপের “তাৎক্ষণিক বাস্তবায়নের” জন্য ইজরায়েল প্রস্তুতি নিচ্ছে। ইজরায়েলের সংবাদমাধ্যম জানায়, যে দেশের রাজনৈতিক নেতৃত্ব সামরিক বাহিনীকে গাজায় আক্রমণাত্মক কার্যকলাপ কমানোর নির্দেশ দিয়েছে।
advertisement
সামরিক প্রধানও ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুতি বাড়ানোর জন্য বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। যদিও গাজায় সামরিক কার্যকলাপ কমানো হবে কি না তা উল্লেখ না করেই তিনি নির্দেশ দিয়েছিলেন। যদিও তারপরেই শনিবার হল ফের হামলা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 2:57 PM IST