Israel attacks Houthis in Yemen: হিজবুল্লাহর কোমর ভেঙে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা! ১৮০০ কিলোমিটার পেরিয়ে হামলা

Last Updated:

ইজরায়েলের অভিযোগ, গত এক বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলের উপরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হাউদিরা৷

এবার ইয়েমেনে হামলা চালাল ইজরায়েল৷
এবার ইয়েমেনে হামলা চালাল ইজরায়েল৷
তেল আভিভ: লেবাননের হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়ে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা৷ লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অন্তত কুড়ি জন সদস্যকে নিকেশ করার পর রবিবার ইয়েমেনে হুথিদিদের ডেরায় হামলা চালাল ইজরায়েলি যুদ্ধ বিমান৷
ইজরায়েল থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ডেরায় আকাশপথে হামলা চালায় কয়েক ডজন ইজরায়েলি যুদ্ধবিমান৷ ইয়েমেনের রস ইজা এবং হুদায়দাহ এলাকায় হামলা চালান হয়৷ ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানান হয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে হুথিরা সম্প্রতি যে আক্রমণ চালিয়েছিল, তারই জবাব দিতে এই হামলা৷
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গালান্ট স্পষ্ট করে দিয়েছেন, শত্রুকে নিকেশ করতে ইজরায়েলের সামনে কোনও দূরত্বই বাধা হয়ে দাঁড়াবে না৷ প্রায় ২০০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুথিদের ডেরায় ইজরায়েলি যুদ্ধ বিমান যখন হামলা চালাচ্ছিল, তখন কন্ট্রোল রুমে বসে গোটা অপারেশনের নজরদারি চালান ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গালান্ট৷
advertisement
advertisement
হাউদিদের নিয়ন্ত্রণে থাকা একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্র বন্দরেও হামলা চালানো হয়েছে বলে খবর৷ এই সমুদ্র বন্দর ব্যবহার করে ইরান হুথিদের হাতে অস্ত্র আসত বলে ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে৷ গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করেই ইরানের কাছ থেকে পাওয়া অস্ত্রসমূহ যে এলাকাগুলিতে রাখা ছিল, সেখানেই হামলা চালিয়েছে ইজরায়েল৷
advertisement
ইজরায়েলের অভিযোগ, গত এক বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলের উপরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হাউদিরা৷ গত শনিবারও তেল আভিভ সহ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় মিসাইল হামলা চালায় হুথিরা৷ এমন কি, প্যালেস্তাইনে হামাসকেও হুথিরা সাহায্য করছিল বলে ইজরায়েলি গোয়েন্দাদের কাছে খবর ছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel attacks Houthis in Yemen: হিজবুল্লাহর কোমর ভেঙে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা! ১৮০০ কিলোমিটার পেরিয়ে হামলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement