Israel-Hezbollah war: বিধ্বস্ত বেইরুট, ইজরায়েলের হামলায় লেবাননে মৃত ১০৫! গৃহহীন ২ লক্ষ মানুষ

Last Updated:

ইজরায়েল অবশ্য জানিয়ে দিয়েছে, মৃত্যুর সংখ্যা যতই বাড়ুক না কেন হিজবুল্লাহর কোমর ভেঙে দিতে লেবাননে হামলা চালিয়ে যাবে তারা৷

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেইরুট৷ ছবি- রয়টার্স
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেইরুট৷ ছবি- রয়টার্স
বেইরুট: ইজরায়েলের একটানা হামলায় বিপর্যস্ত লেবানন৷ রাজধানী বেইরুটও কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ইজরায়েলের হামলায় সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে৷
ইতিমধ্যেই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহের৷ ইজরায়েলের সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, বেক্কা এলাকার যে বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে, সেখানে অস্ত্র মজুত করে রেখেছিল হিজবুল্লাহ৷
advertisement
ইজরায়েল অবশ্য জানিয়ে দিয়েছে, মৃত্যুর সংখ্যা যতই বাড়ুক না কেন হিজবুল্লাহর কোমর ভেঙে দিতে লেবাননে হামলা চালিয়ে যাবে তারা৷ তাদের লক্ষ্য, হিজবুল্লাহর যাবতীয় সামিরক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া৷
advertisement
গত বছর থেকে গাজাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজরায়েল৷ বেইরুটের একটি আবাসনে ইজরায়েলের হামলায় চার জনের মৃত্যু হয়৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার ইজরায়েলের হামলায় ১০৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৩৫৯ জন৷
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর পরই ইজরায়েলের উপরে আক্রমণ করে হিজবুল্লাহ৷ এর পরই গাজা যুদ্ধের সূত্রপাত হয়৷ এর পাল্টা ইজরায়েলেও গাজার থেকে নজর সরিয়ে লেবাননে হামলা চালাতে শুরু করে৷ এখনও পর্যন্ত ইজরায়েলের আগ্রাসনের জেরে লেবাননে ২ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ৷
advertisement
তবে শুধু লেবানন নয়, রবিবার থেকে ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর উপরেও হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল৷ হুথিরাও হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে গত এক বছর ধরে ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ইজরায়েলি সেনার৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Hezbollah war: বিধ্বস্ত বেইরুট, ইজরায়েলের হামলায় লেবাননে মৃত ১০৫! গৃহহীন ২ লক্ষ মানুষ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement