পরপর ৩টে গুলি, কট্টরপন্থীদের রোষে ঝাঁঝরা হয়ে গেলেন স্বাধীনচেতা ইরাকি মডেল

Last Updated:

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের সারা জেলায় ঘটনাটি ঘটে ৷

#বাগদাদ: খুব কাছ তেকে পরপর তিনটে গুলি ৷ গভীর ক্ষত চিহ্ন তৈরি করল নিরাপরাধ শরীরে ৷ ঝাঁঝরা হয়ে গেলেন ইরাকের জনপ্রিয় মডেল তারা ফরেস ৷
কী তাঁর অপরাধ ? তিনি সুন্দরী, স্বাধীনচেতা, নিজের ইচ্ছেয় নিজের জীবনটা অতিবাহিত করতে ভালবাসেন ৷ সম্ভবত এটাই ভাল চোখে দেখেনি কট্টরপন্থীরা ৷ তাই প্রাণ দিতে হল তারাকে ৷ ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তারা ৷ ফলোয়ারস সংখ্যা ২.৭ মিলিয়ন ৷ তাঁর জীবনের অনেকটাই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ার ওয়ালে ৷
ফ্যাশনেবল পোশাক পরতেন তিনি, পছন্দের ট্যাটু করিয়েছিলেন ৷ নিজের গাড়ি নিজেই ড্রাইভ করতেন ৷ সেই কারণেই কী মরতে হল তারাকে ? স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের সারা জেলায় ঘটনাটি ঘটে ৷
advertisement
advertisement
ওইদিন বাগদাদ থেকে কুর্দিস্তানে ফিরছিলেন তারা ৷ সেখানেই থাকেন তিনি ৷ নিজের পোর্শে কনভার্টিবল চালাচ্ছিলেন তিনি ৷ সেই সময়ই তাঁর গাড়ি আটক করে কয়েকজন দুষ্কৃতি ৷ পরপর চলে গুলি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক।
advertisement
View this post on Instagram

We walk under the same sun , we sleep under the same moon .

A post shared by Tara Fares | تاره فارس (@its.tarafares) on

advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
পরপর ৩টে গুলি, কট্টরপন্থীদের রোষে ঝাঁঝরা হয়ে গেলেন স্বাধীনচেতা ইরাকি মডেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement