এবার ট্রাম্পের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নির্দেশ ইরাকের আদালতের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#বাগদাদ: এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরাকের একটি আদালত৷ মার্কিন দ্রোন হামলায় নিহত ইরাকি কম্যান্ডা আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত৷
গত বছর ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছেই মার্কিন দ্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ সেনা জেনারেল কাসেম সোলেইমানি৷ ওই একই হামলায় নিহত হন আবু মেহদি৷ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালিয়েছিল আমেরিকা৷ পরে এই হামলা সম্পর্কে বরাই করে ট্রাম্প বলেন, 'একজনের মূল্যে জোড়া নিকেশ করা হয়েছে৷'
গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান৷ ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্যান্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা৷ যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল৷
advertisement
advertisement
ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত৷ এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড৷ নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে৷ কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে৷ ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেয়াত করা হবে না বলেও জানানো হয়েছে৷
advertisement
বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায়৷ যার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্য়ু হয়েছে৷ এই ঘটনায় গোটা বিশ্বেই নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প৷ শেষ পর্যন্ত হার স্বীকার করে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরেও রাজি হয়েছেন তিনি৷ এবার ইরাকের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় ফের একবার মুখ পুড়ল ট্রাম্পের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2021 12:40 AM IST