এবার ট্রাম্পের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নির্দেশ ইরাকের আদালতের

Last Updated:
#বাগদাদ: এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরাকের একটি আদালত৷ মার্কিন দ্রোন হামলায় নিহত ইরাকি কম্যান্ডা আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত৷
গত বছর ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছেই মার্কিন দ্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ সেনা জেনারেল কাসেম সোলেইমানি৷ ওই একই হামলায় নিহত হন আবু মেহদি৷ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালিয়েছিল আমেরিকা৷ পরে এই হামলা সম্পর্কে বরাই করে ট্রাম্প বলেন, 'একজনের মূল্যে জোড়া নিকেশ করা হয়েছে৷'
গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান৷ ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্যান্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা৷ যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল৷
advertisement
advertisement
ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত৷ এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড৷ নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে৷ কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে৷ ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেয়াত করা হবে না বলেও জানানো হয়েছে৷
advertisement
বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায়৷ যার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্য়ু হয়েছে৷ এই ঘটনায় গোটা বিশ্বেই নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প৷ শেষ পর্যন্ত হার স্বীকার করে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরেও রাজি হয়েছেন তিনি৷ এবার ইরাকের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় ফের একবার মুখ পুড়ল ট্রাম্পের৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার ট্রাম্পের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নির্দেশ ইরাকের আদালতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement