Israel Iran Conflict: ইজরায়েল তেহরানে হামলা করবে জানা গিয়েছিল আগেই, কিন্তু একটা ভুলেই সব তছনছ ইরানের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Israel Iran Conflict: যুদ্ধের জন্য প্রস্তুতই ছিল না ইরান, ইরান আশা করেনি যে আমেরিকার সঙ্গে ষষ্ঠ পর্বের আলোচনার আগেই ইরানে হামলা করবে ইজরায়েল। একটা ভুলেই হামলা ঠেকাতে নাজেহাল ইরান।
যুদ্ধের জন্য প্রস্তুতই ছিল না ইরান, ইরান আশা করেনি যে আমেরিকার সঙ্গে ষষ্ঠ পর্বের আলোচনার আগেই ইরানে হামলা করবে ইজরায়েল। মার্কিন-ইরান আলোচনার ষষ্ঠ রাউন্ডের আগে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাবে। ওমানে রবিবার আলোচনার কথা ছিল, তার আগেই হামলা করল ইজরায়েল।
NYT রিপোর্টে ইরানের সিনিয়র কর্মকর্তাদের টেক্সট মেসেদ প্রকাশ করা হয়েছে, যেখানে তারা একে অপরকে জিজ্ঞাসা করেছিলেন, “আমাদের বিমান প্রতিরক্ষা কোথায়?” এবং “ইজরায়েল কী ভাবে যা খুশি আক্রমণ করতে পারে, আমাদের শীর্ষ কমান্ডারদের হত্যা করছে, কেন আমরা থামাতে পারছি না”
advertisement
advertisement
যদিও ইরান ভালভাবে জানত যে ইজরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা আশা করেনি যে জেরুজালেম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় আক্রমণ করবে। ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রয়েছে কারণ তেহরান ইঙ্গিত দিয়েছে যে এটি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ করবে।
advertisement
ইরানরা অনুমান করেছিল যে তাদের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে হামলার যে খবর প্রচারিত হয়েছে, তা পরোক্ষে ইরানের উপর তাপ দেওয়া, যাতে আলোচনায় ইরান সবটা মেনে নিতে বাধ্য হয়। ইরানের সেনার একাংশের আত্মতুষ্টি তাদের চাপে ফেলে দিয়েছে। এর উদাহরণ হল যে রাতে ইজরায়েল ইরানের সেনাকর্তাদের বাসভবনে হামলা চালায়, নিরাপদ আশ্রয়ে না গিয়ে সেনা কর্তারা নিজেদের বাসভবনে ছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচিতে জড়িত বেশ কয়েকজন বিজ্ঞানীও হামলায় নিহত হন। ইজরায়েলের প্রাথমিক আক্রমণে যে প্রতিরোধ করতে পারেনি ইরান, তা শিকার করে নিয়েছে ইরানও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 3:09 PM IST