বাংলার শিল্প বাঁচাতে কোথাকার মণ্ডপে কোথাকার জিনিস! দেখলে আশ্চর্য হবেন...পরিশ্রম সার্থক
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বাঁকুড়ার পোড়ামাটির শিল্পের মোড়কে সেজেছে পুজো মণ্ডপ, বাংলার শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই বিশেষ উদ্যোগ হাওড়ায়
হাওড়া, রাকেশ মাইতি: বাংলার শিল্প ও সংস্কৃতি বাঁচানোর বার্তায় সেজে উঠেছে মণ্ডপ! পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর থেকে গ্রাম। দিকে দিকে উৎসবের আমেজে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ।
কলকাতা শহরের পাশাপাশি সেরা পুজোর তালিকায় রয়েছে জেলার পুজোগুলো। তার মধ্যে অন্যতম আন্দুল আমরা সবাই আমবাগান দুর্গোৎসব কমিটি। এই বছর হীরক জয়ন্তী বর্ষে তাঁদের থিম বাঁকুড়া জেলার পটশিল্প। বাঁকুড়ার পোড়া মাটির কাজ তার সাথে বাংলার মাদুর শিল্প নিয়ে এইবারের মণ্ডপ সজ্জিত হয়েছে। বাঁকুড়ার শিল্পীরা প্রায় সাড়ে ৩ মাস ধরে আন্দুল আমরা সবাই আমবাগান ক্লাবে থেকে দিন রাত পরিশ্রম করে এত সুন্দর এক মণ্ডপ ফুটিয়ে তুলেছেন। মানুষের কাছ থেকে স্বতস্ফূর্তভাবে মিলছে সাড়াও।
advertisement
advertisement
দুর্গাপুজো মানে জেলার মানুষের কাছে আন্দুল অন্যতম ঠিকানা। একটির থেকে আরেকটি মণ্ডপের দূরত্ব খুব কম, মণ্ডপ গুলিতে ছোট বড় নানা ধাঁচের আকর্ষণীয় থিম। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ পঞ্চমী থেকে এখানে ভিড় জমায়। আন্দুলের উল্লেখযোগ্য পুজো গুলির মধ্যে অন্যতম আন্দুল রাজবাড়ীর পুজো, আন্দুল আমবাগান ফুলবাগান তালপুকুর ধার এর মত পুজো।
advertisement
প্রতি বছর দুর্গাপুজো য় আকর্ষণীয় থিনের সাজে সেজে ওঠে আন্দুল আমরা সবাই আম বাগানের পুজো মণ্ডপ। করোনা পরবর্তী সময় থেকে আরও আকর্ষণীয় থিম। গত বছর পুরীর জগন্নাথ ধাম দারুণভাবে দর্শকদের মন ছুঁয়ে যায়। এবার হীরক জয়ন্তী বর্ষে আরও আকর্ষণীয় মণ্ডপ। পঞ্চমী থেকে মানুষের থিক থিকে ভোর এখানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Andul,Haora,West Bengal
First Published :
October 01, 2025 3:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার শিল্প বাঁচাতে কোথাকার মণ্ডপে কোথাকার জিনিস! দেখলে আশ্চর্য হবেন...পরিশ্রম সার্থক