Israel-Iran War: পারমাণবিক কেন্দ্র, গ্যাস সংশোধনাগার! ইরানের উপর পরপর হামলা ইজরায়েলের... নিহত প্রায় ৮০, বাড়ছে সংঘাত

Last Updated:

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইজরায়েলি হামলায় গত দুই দিনে কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। অন্যদিকে বিবৃতি দিয়ে ইজরায়েল জানায়, ইরানের মোট ন’জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়।

News18
News18
তেহরান: এবার ইরানের বিরুদ্ধে আরও জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিল ইজরায়েল। স্পষ্ট জানাল, ইরান হামলা না থামালে তেহরান জ্বালিয়ে দেওয়া হবে। রবিবার ভোরে ইজরায়েলি সেনাবাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালায়। রাজধানীর আশেপাশের বেশ কয়েকটি স্থানেও হামলা চলে। পারমাণবিক কেন্দ্র থেকে গ্যাস সংশোধনাগার – ইরানের উপর পরপর হামলা চালায় ইজরায়েল।
advertisement
শুধু বোমা বর্ষণ না। শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলাও। ইজরায়েলি বাহিনী ইরানে বোমা বর্ষণের পর ইরানও হাইফা বন্দর শহর-সহ ইজরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রবিবার সকালে, ইজরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করে যে তারা তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর ও আরও কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইজরায়েলি হামলায় গত দুই দিনে কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। অন্যদিকে বিবৃতি দিয়ে ইজরায়েল জানায়, ইরানের মোট ন’জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়। ইরানের উপর ইজরায়েলি হানার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ৯ দেশের মিলিত মঞ্চ সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশন।
advertisement
advertisement
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর পক্ষ থেকে ইরান-ইজরায়েল চলমান সংঘাত নিয়ে একটি যৌথ বিবৃতি জারি করা হয়, যেখানে ইরানে ইজরায়েলের হামলার কঠোর সমালোচনা করা হয়। কিন্তু সেই বিবৃতি থেকে সরাসরি দূরত্ব তৈরি করে ভারত। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়ে দেয়, SCO-র সেই বৈঠকে ভারত উপস্থিত ছিল না এবং উক্ত আলোচনায় অংশ নেয়নি। ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে একটি স্পষ্ট বার্তা—’অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানের বিরুদ্ধে ইজরায়েলের দেওয়া সাহায্যকে ভারত ভুলে যায়নি। ফলে ইরানে ইজরায়েলের আক্রমণের বিরোধিতা না করে বরং উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Iran War: পারমাণবিক কেন্দ্র, গ্যাস সংশোধনাগার! ইরানের উপর পরপর হামলা ইজরায়েলের... নিহত প্রায় ৮০, বাড়ছে সংঘাত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement