Israel Iran Tension: পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা

Last Updated:

সেখানকার বসবাসকারী এক প্রবাসী ভারতীয় ‘সিএনএন নিউজ ১৮’কে জানিয়েছেন, ‘‘ইজরায়েলের এখন খুবই খারাপ অবস্থা৷ যে কোনও মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে৷ যে কোনও জায়গায়, যে কোনও অংশে আক্রমণ হতে পারে৷ আমরা তাই আগামী কঠিন দিনগুলোর জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছি৷ খাদ্য, জল ও প্রয়োজনীয় সামগ্রী কিছু মজুত করে রাখছি৷’’

যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়রা আতঙ্কিত (Image: Reuters)
যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়রা আতঙ্কিত (Image: Reuters)
ইজরায়েল: পশ্চিম এশিয়ায় ক্রমশ খারাপ হচ্ছে যুদ্ধের আবহ৷ ইজরায়েলের ভারতের দূতাবাস ইজরায়েলে বসবাসকারী ভারতীয় বশোদ্ভূতদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আদেশ দিয়েছে৷
এর মধ্যেই যুদ্ধের আতঙ্ক দেখা দিয়েছে, সেখানকার বসবাসকারী ও কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের মধ্যে। তাঁরা ইতিমধ্যেই আগামী দিনের জন্য খাদ্য় ও জল জমা করতে শুরু করেছেন৷
সেখানকার বসবাসকারী এক প্রবাসী ভারতীয় ‘সিএনএন নিউজ ১৮’কে জানিয়েছেন, ‘‘ইজরায়েলের এখন খুবই খারাপ অবস্থা৷ যে কোনও মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে৷ যে কোনও জায়গায়, যে কোনও অংশে আক্রমণ হতে পারে৷ আমরা তাই আগামী কঠিন দিনগুলোর জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছি৷ খাদ্য, জল ও প্রয়োজনীয় সামগ্রী কিছু মজুত করে রাখছি৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি চলছে৷ কিন্তু কলেজ বা অফিস খোলা আছে৷ আমাদের বলা হয়েছে. ,সাইরেনের আওয়াজ শুনলেও বাঙ্কার বা নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে৷ আশা করি এবার ইজরায়েলের আয়রন ডোম কাজ করবে৷ আমরা সুরক্ষিত থাকব৷’’
ইজরায়েলে কর্মরত ভারতীয়দের মধ্যে অনেকেই ভাল করে ইংরাজী বুঝতে পারে না৷ ইজরায়েল প্রশাসনের পক্ষ থেকে তাঁদের স্থানীয় ভাষায় নির্দেশিকা জারি করা হয়েছে৷
advertisement
তাঁদের মধ্যে যাঁরা ইজরায়েলের দক্ষিণ সীমান্তে ছিলেন তাঁদেরকে মধ্য ইজরায়েলের দিকে নিয়ে আসা হয়েছে৷ তাঁরা বর্তমানে হোটেলে বসবাস করছে৷
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ ইজরায়েল গাজা আক্রমণের পর থেকেই সেখানকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ গত ১৩ জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইজরায়েলী বিমানহানায় মৃত্যু হয়েছে ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতা মহম্মদ ডেইফ৷
advertisement
ইজরায়েলের গোলান হাইটসে হামলার পর দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।
এই ঘটনার ফলশ্রুতিতে ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷ তারই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়াতে আরও বেশি যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় প্রমাদ গুনছেন ইজরায়েলে বসবাসকারী ভারতীয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement