Mysterious : বিলাসতরী থেকে অতল জলে ‘মরণঝাঁপ’? স্বামীর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ ভারতীয় প্রৌঢ়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mysterious : নিখোঁজ মহিলার দেহের সন্ধানে চলছে তল্লাশি
বিলাসতরী থেকে ভারতীয় মহিলার উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকে গেল রহস্যাবৃত হয়েই৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সিঙ্গাপুর প্রণালী দিয়ে যাওয়ার সময় রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি৷ এই ঘটনায় ক্রুজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ নিখোঁজ মহিলার ছেলে অপূর্ব সাহনি৷ তিনি এই মর্মে প্রধানমন্ত্রীর দফতর এবং বিদেশ মন্ত্রকের কাছে অভিযোগও জানিয়েছেন৷ বলেছেন, তাঁর মা সাঁতার জানেন না৷ তাঁকে খুঁজে বার করার জন্য সাহায্য চেয়েছেন ওই যুবক৷ তাঁর অভিযোগ, রহস্যজনক এই ঘটনার কোনও দায় নিতে চাইছে না ক্রুজ সংস্থা৷
1/2 My mother was travelling in Royal Carrribean cruise (spectrum of the seas) from Singapore. She has gone missing from the ship since this morning. Cruise staff are saying she jumped, but they have not shown us any footage and are washing their hands off @DrSJaishankar
— Apoorv Sahani (@SahaniApps) July 31, 2023
advertisement
advertisement
গত ৩১ জুলাই অপূর্ব ট্যুইটারে পোস্ট করেন, ‘‘আমার মা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে সিঙ্গাপুরে যাচ্ছিলেন৷ আজ সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান৷ ক্রুজের কর্মীরা বলছেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন৷ কিন্তু তার কোনও ফুটেজ তাঁরা দেখাতে পারেননি৷ তাঁরা দায়িত্ব ঝেড়ে ফেলছেন৷’’
পরবর্তীতে অপূর্ব জানান তাঁর মা মারা গিয়েছেন৷ এবং নিরন্তর প্রচেষ্টার পর ক্রুজ লাইনার সেই ফুটেজ প্রকাশ করেছে৷ নিখোঁজ মহিলার দেহের সন্ধানে চলছে তল্লাশি৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর দফতর এবং সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন অপূর্ব৷ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ইন্ডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে৷
advertisement
The High Commission of India is in constant touch with the Sahani family since the news of the unfortunate incident reached us. We are also in close contact with Singaporean authorities to address related issues and are facilitating legal procedures. (1/2)
— India in Singapore (@IndiainSingapor) August 1, 2023
advertisement
অপূর্বর মা রীতা সাহনি তাঁর স্বামী জাকেশ সাহনির সঙ্গে ’স্পেকট্রাম অব দ্য সিজ’ ক্রুজ শিপে সফর করছিলেন৷ অভিযোগ সিঙ্গাপুর যাওয়ার পথে তিনি সমুদ্রে ঝাঁপ দেন৷ এই ঘটনায় জেরা করা হচ্ছে রীতার স্বামী জাকেশকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 10:16 AM IST