Indian Vlogger Detained in Turkey: 'আজ রাতে...', ভিডিওতে মহিলাদের কুইঙ্গিত, তুমুল জনরোষ! তুরস্কে আটক ভারতীয় ব্লগার

Last Updated:

তুরস্কে যাতে তিনি সমস্যায় না পড়েন, তাই ইচ্ছাকৃত ভাবেই হিন্দিতে ভিডিওগুলি তৈরি করেছিলেন ওই ভারতীয় ব্লগার৷

তুরস্কের মহিলাদের সঙ্গে ভারতীয় ব্লগার এসডি খান৷
তুরস্কের মহিলাদের সঙ্গে ভারতীয় ব্লগার এসডি খান৷
ভারত-তুরস্ক সম্পর্কে সাম্প্রতিক অবনতির মধ্যেই তুরস্কে আটক করা হল এক ভারতীয় ব্লগারকে৷ ওই ভারতীয় ব্লগারের বিরুদ্ধে অভিযোগ, তুরস্কে গিয়ে তৈরি করা তাঁর একাধিক ভিডিও-তে সেদেশের মহিলাদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি৷ শুধু আপত্তিকর মন্তব্যই নয়, তুরস্কের এক মহিলাকে ধর্ষণ করা উচিত কি না, এমন যৌন প্ররোচনামূলক মন্তব্যও তাঁকে করতে শোনা গিয়েছে৷
আটক হওয়া ওই ভারতীয় ব্লগারের নাম এসডি খান৷ গতমাসে ইউটিউব, ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা কয়েকটি ভিডিও-কে নিয়ে তুরস্কে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়৷ এর পরেই ভিডিওগুলি ডিলিট করে ক্ষমা চেয়ে নেন ওই ভারতীয় ব্লগার৷ যদিও জনরোষ তৈরি হওয়ায় ওই ব্লগারকে তুরস্কের পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে৷
এসডি খানের তৈরি ওই ভিডিওগুলি হিন্দিতেই ছিল৷ যদিও তিনি তুরস্কের মহিলাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছেন, তা টার্কি টুডে নামে তুরস্কের একটি ওয়েবসাইটে দাবি করা হয়৷ একটি ভিডিও-তে স্থানীয় এক মহিলাকে দেখিয়ে ওই ভারতীয় ইউটিউবারকে দর্শকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আজ রাতে কি আমার এই মহিলাকে ধর্ষণ করা উচিত?’ শুধু তাই নয়, স্থানীয় একটি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গালিগালাজ করার অভিযোগও উঠেছে ওই ইউটিউবারের বিরুদ্ধে৷
advertisement
advertisement
তাঁর পোস্ট করা এই সমস্ত ভিডিও ঘিরে ক্ষোভ তৈরি হওয়ার পরই সেগুলি সমাজমাধ্যম থেকে সরিয়ে নেন এসডি খান৷ কিন্তু ততক্ষণে সেই ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়৷ বিপদ বুঝে ওই ইউটিউবার ক্ষমা চেয়ে নিয়ে আরও একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন৷ সেখানে তিনি দাবি করেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমি কাউকে আঘাত করতে চাইনি৷ যদি কাউকে আঘাত করেও থাকি, সেটা পুরোপুরি অনিচ্ছাকৃত৷ আমি কাউকে আঘাত করেছি, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে৷ ভবিষ্যতে এ বিষয়ে আমি আরও সতর্ক থাকব, এই প্রতিশ্রুতি দিচ্ছি৷ আমার হৃদয়ের অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি৷’
advertisement
সাম্প্রতিক ভারত পাক সংঘাতের আবহে পাকিস্তানের পক্ষ নেয় তুরস্ক৷ ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে ভারত দাঁড়ালেও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পক্ষেই সমর্থন জানায় তুরস্ক৷ শুধু সমর্থন নয়, পাকিস্তান ড্রোন দিয়েও সাহায্য করে তুরস্ক৷ সেই ড্রোন দিয়েই ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান৷ যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়৷ তবে ভারতীয় ব্লগারের গ্রেফতারি বা আটক, অথবা এই বিষয়ে তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে সরকারি ভাবে তুরস্ক কিছু জানায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Vlogger Detained in Turkey: 'আজ রাতে...', ভিডিওতে মহিলাদের কুইঙ্গিত, তুমুল জনরোষ! তুরস্কে আটক ভারতীয় ব্লগার
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement