Phuket Tiger Viral Video: সেলফি তোলার সময় আসল রূপ ধরল পোষা বাঘ, ফুকেটে বড় বিপদে ভারতীয় পর্যটক! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা গিয়েছে, ছবি তোলার সময় আচমকাই ক্ষিপ্ত হয়ে উঠে একটি বাঘ ওই ভারতীয় পর্যটককে আক্রমণ করে বসে৷
থাইল্যান্ডের ফুকেটে বেড়াতে গিয়ে বিখ্যাত টাইগার কিংগডম-এ বাঘের সঙ্গে ছবি তোলেন অনেকেই৷ প্রশিক্ষণ প্রাপ্ত বাঘেরা লক্ষ্মীছানার মতোই পর্যটকদের পাশে বসে পোজ দিয়ে ছবি তোলে৷ কিন্তু বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়েই ফুকেটে বড় বিপদ থেকে রক্ষা পেলেন এক ভারতীয়৷
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা গিয়েছে, ছবি তোলার সময় আচমকাই ক্ষিপ্ত হয়ে উঠে একটি বাঘ ওই ভারতীয় পর্যটককে আক্রমণ করে বসে৷ প্রাণভয়ে চিৎকার করতে থাকেন ওই পর্যটক৷ মাটিতে পড়ে যান তিনি৷ সেই অবস্থাতেই তাঁর উপরে চড়াও হয় ওই বাঘটি৷ কোনওক্রমে বাঘটির সঙ্গে থাকা তার প্রশিক্ষক পরিস্থিতি সামাল দেন৷
advertisement
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.#Indians #tigers #thailand #AnimalAbuse pic.twitter.com/7Scx5eOSB4
— Sidharth Shukla (@sidhshuk) May 29, 2025
advertisement
advertisement
এই ভিডিও ভাইরাল হওয়ার পর ফুকেটের ওই পার্কে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সেখানে থাকা বাঘগুলির রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ঠিক মতো হয় কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই৷
২৫ সেকেন্ডের ওই ভিডিও-তে দেখা গিয়েছে, হাসিমুখেই বাঘটির সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসছেন ওই ভারতীয় পর্যটক৷ তাঁর সঙ্গে ছিলেন বাঘটির প্রশিক্ষকও৷ হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে বসার নির্দেশ দেন তিনি৷ তখনই বাঘটি আচমকা ক্ষেপে গিয়ে পর্যটককে আক্রমণ করে বসে৷
advertisement
অনেকেই এই ভিডিও দেখে আক্রান্ত পর্যটকের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ যে ব্যক্তি ওই ভিডিওটি সমাজমাধ্যমে প্রথম পোস্ট করেন, তিনি দাবি করেছেন ওই ভারতীয় পর্যটক প্রাণে বেঁচ গিয়েছেন৷ যদিও অল্প বিস্তর আঘাত লেগেছে তাঁর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 7:07 PM IST