পরপর ভারতীয় রেস্তোরাঁয় হানা, আমেরিকার পর ব্রিটেনেও অবৈধ ভারতীয় ধরতে অভিযান! ফেরানো হবে একই ভাবে?

Last Updated:

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে কিয়ের স্টারমারের সরকার। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, সারা দেশ জুড়েই অভিযান চলছে। আলাদা করে ভারতীয়দের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

আমেরিকার পর ব্রিটেনেও অবৈধ ভারতীয় ধরতে অভিযান
আমেরিকার পর ব্রিটেনেও অবৈধ ভারতীয় ধরতে অভিযান
আমেরিকার পর এবার ব্রিটেন! অবৈধ ভারতীয় অভিবাসীদের ধরতে ব্যাপক তল্লাশি শুরু হল যুক্তরাজ্যে। ইতিমধ্যে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় উত্তাল গোটা দেশ। অভিযানের নামে বেছে বেছে ভারতীয়দের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে কিয়ের স্টারমারের সরকার। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, সারা দেশ জুড়েই অভিযান চলছে। আলাদা করে ভারতীয়দের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কয়েকদিন আগেই অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এবার কী ব্রিটেনও তাই করবে?
আরও পড়ুনঃ সুগার লেভেল ২০০ ছাড়িয়েছে? ছোট্ট এই জিনিস শরীর থেকে নিংড়ে বার করে ডায়াবেটিস! চিবিয়ে খেলেই ম্যাজিকের মতো কাজ শুরু…
জানা গিয়েছে, ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, কার ওয়াশ, কনভিনিয়েন্স স্টোরগুলিতে হানা দিচ্ছে ব্রিটিশ পুলিশ। চলছে অবৈধ অভিবাসীদের খোঁজে তল্লাশি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, এখনও পর্যন্ত ৮২৮টি জায়গায় হানা দিয়ে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
হোম অফিসের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ বন্ধ করতে এবং মানব পাচার গ্যাংগুলোর মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা চালানো রুখতেই অভিযান চালানো হচ্ছে। রীতিমতো হুঁশিয়ারির সুরে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “অভিবাসন সংক্রান্ত নিয়ম মানতেই হবে। দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের এ দেশে ঢোকানো হচ্ছে। তাঁরা ব্রিটেনে থাকছেন, কাজ করছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আর তা চলবে না।”
advertisement
বিবিসি-এর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে সরকার গঠন করে লেবার পার্টি। তারপর থেকে ডিসেম্বর পর্যন্ত ডিঙি নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পেরিয়েছে ২৩ হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী। অনেকের মৃত্যুও হয়েছে। এর মধ্যে ব্রিটেনে ‘রিফর্ম ইউকে’ নামের অ্যান্টি-ইমিগ্র্যান্ট দলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ফলে লেবার পার্টি অনুপ্রবেশের বিরুদ্ধে আর হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। কঠোর মনোভাব নিচ্ছে।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ১৯,০০০ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে ব্রিটিশ সরকার। প্রথমবার সেই বহিষ্কারের ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে সরকার যে কঠোর অবস্থান নিচ্ছে সেটা জনগণ বুঝতে পারে।
advertisement
এছাড়া, ১,০৯০টি সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয়েছে। যে সব সংস্থা বা প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের কাজ দিয়েছে, তাদের সর্বোচ্চ ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। ব্রিটেনের এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি মন্টগোমারি বলেছেন, “আমাদের দল অবৈধ অভিবাসন আটকাতে কঠোর অবস্থান নিয়েছে। আইন লঙ্ঘন করে কেউ রেহাই পাবে না। আমরা অভিযান আরও জোরদার করব।”
বাংলা খবর/ খবর/বিদেশ/
পরপর ভারতীয় রেস্তোরাঁয় হানা, আমেরিকার পর ব্রিটেনেও অবৈধ ভারতীয় ধরতে অভিযান! ফেরানো হবে একই ভাবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement