• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • বিদেশে বেড়াতে গিয়ে হোটেলের সব জিনিস চুরি! দেশের মাথা হেঁট করল এই ভারতীয় পরিবার, ভিডিও ভাইরাল

বিদেশে বেড়াতে গিয়ে হোটেলের সব জিনিস চুরি! দেশের মাথা হেঁট করল এই ভারতীয় পরিবার, ভিডিও ভাইরাল

Indian Family steals from hotel room in Bali, Photo Courtesy: Twitter

Indian Family steals from hotel room in Bali, Photo Courtesy: Twitter

 • Share this:

  #বালি: গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে৷ কিন্তু সেখানে এমন কাণ্ড ঘটালেন এই ভারতীয় পরিবার, যার জেরে কাঁটা গেল ভারতীয়দের নাক৷ নিজেদের ব্যবহারে বিদেশের মাটিতে ভারতীয়দের লজ্জিত করলেন এবং দেশের নাম ডোবালেন৷ ছুটি কাটাতে গিয়ে করলেন হোটেলের জিনিস চুরি৷ সেই ভিডিও এখন ভাইরাল৷ যার যেরেই হেঁট হচ্ছে ভারতীয়দের মাথা!

  পরিবারারের সঙ্গে বিদেশে ছুটি কাটানো! যথেষ্ট এলাহি ব্যাপার বৈকি৷ এর জন্য খরচও হয় প্রচুর৷ সামর্থ না থাকলে এমন হলিডে করা সম্ভব নয়৷ কিন্তু সামর্থ থাকলেই তো আর মানসিকতা বদলায় না৷ এটাই প্রমাণ করল এই পরিবার৷ টুইটারে যাদের ভিডিও ভাইরাল৷ প্রায় ২.৩০ মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে যে হোটেল থেকে চেক আউট করার সময় তাদের লাগেজ দেখা হচ্ছে৷ সেখান থেকেই বেরিয়ে আসছে একের পর এক চুরির মাল! কী নেই তাতে৷ হোটেলের তোয়ালে থেকে ইলেক্ট্রনিক্স, ঘর সাজানোর জিনিস, সবই ব্যাগে পুরেছে তারা৷ ধরা পড়ায় লজ্জিত নয়, বরং ফ্লাইল ধরায় দেরি হওয়ার কথা বলছেন তারা৷ শেষে আবার টাকা দেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে৷

  এমন ভিডিও দেখে নেটে নিন্দার ঝড় উঠেছে৷ অনেকেই বলছেন যে বিদেশে প্রতিটি ভারতীয়ই নিজের দেশের প্রতিনিধিত্ব করেন৷ সেখানে এমন করলে আখেড়ে দেশের নাম ডোবে৷ অনেকে আবার ভবিষ্যতে এই পরিবারের বিদেশ যাওয়া বাতিলের দাবি তুলেছে৷

  আপনিও দেখুন ভিডিওটি...
  First published: