বিদেশে বেড়াতে গিয়ে হোটেলের সব জিনিস চুরি! দেশের মাথা হেঁট করল এই ভারতীয় পরিবার, ভিডিও ভাইরাল
Last Updated:
#বালি: গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে৷ কিন্তু সেখানে এমন কাণ্ড ঘটালেন এই ভারতীয় পরিবার, যার জেরে কাঁটা গেল ভারতীয়দের নাক৷ নিজেদের ব্যবহারে বিদেশের মাটিতে ভারতীয়দের লজ্জিত করলেন এবং দেশের নাম ডোবালেন৷ ছুটি কাটাতে গিয়ে করলেন হোটেলের জিনিস চুরি৷ সেই ভিডিও এখন ভাইরাল৷ যার যেরেই হেঁট হচ্ছে ভারতীয়দের মাথা!
পরিবারারের সঙ্গে বিদেশে ছুটি কাটানো! যথেষ্ট এলাহি ব্যাপার বৈকি৷ এর জন্য খরচও হয় প্রচুর৷ সামর্থ না থাকলে এমন হলিডে করা সম্ভব নয়৷ কিন্তু সামর্থ থাকলেই তো আর মানসিকতা বদলায় না৷ এটাই প্রমাণ করল এই পরিবার৷ টুইটারে যাদের ভিডিও ভাইরাল৷ প্রায় ২.৩০ মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে যে হোটেল থেকে চেক আউট করার সময় তাদের লাগেজ দেখা হচ্ছে৷ সেখান থেকেই বেরিয়ে আসছে একের পর এক চুরির মাল! কী নেই তাতে৷ হোটেলের তোয়ালে থেকে ইলেক্ট্রনিক্স, ঘর সাজানোর জিনিস, সবই ব্যাগে পুরেছে তারা৷ ধরা পড়ায় লজ্জিত নয়, বরং ফ্লাইল ধরায় দেরি হওয়ার কথা বলছেন তারা৷ শেষে আবার টাকা দেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে৷
advertisement
এমন ভিডিও দেখে নেটে নিন্দার ঝড় উঠেছে৷ অনেকেই বলছেন যে বিদেশে প্রতিটি ভারতীয়ই নিজের দেশের প্রতিনিধিত্ব করেন৷ সেখানে এমন করলে আখেড়ে দেশের নাম ডোবে৷ অনেকে আবার ভবিষ্যতে এই পরিবারের বিদেশ যাওয়া বাতিলের দাবি তুলেছে৷
advertisement
আপনিও দেখুন ভিডিওটি...
This family was caught stealing hotel accessories. Such an embarrassment for India.
— Hemanth (@hemanthpmc) July 27, 2019
Each of us carrying an #IndianPassport must remember that we are ambassadors of the nation and behave accordingly.
India must start cancelling passports of people who erode our credibility. pic.twitter.com/unY7DqWoSr
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2019 11:35 AM IST