গাজা ভূখন্ডের 'মিরাকেল ম্যান' ভারতীয় চিকিৎসক
Last Updated:
গাজা ভূখন্ডে জরুরি পরিষেবা নিয়ে চিকিৎসা করছেন ভারতীয় চিকিৎসক ।
#গাজা: গাজা ভূখন্ডে ইজরায়েল বাহিনীর আক্রমণ এক নিত্যনৈমিত্তিক ঘটনা। এই ভূখন্ডের নামের সাথে রক্তপাত ও মৃত্যুর ছবিটা যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে । প্রতিদিনই আহত হন অগুনতি মানুষ । আর এই প্রতিকূল অবস্থায় সঙ্গে কঠিন লড়াই চালিয়ে যান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । সঠিক জরুরি পরিষেবার অভাবে প্রতিদিন গুলিবিদ্ধদের চিকিৎসা করতে নাজেহাল হন চিকিৎসকরা ।
এই অবস্থায় একটিমাত্র জরুরি চিকিৎসক দল নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন এক ভারতীয় চিকিৎসক শ্রীহরি কাট্টামাঞ্চি ।জন্ম অন্ধ্রপ্রদেশের চিতুর জেলায়।গাজার হাসপাতালগুলিতে তিনি হয়ে উঠেছেন 'মিরাকেল ম্যান' । নভেম্বর ২০১৭ থেকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির চিকিৎসক হিসেবে গাজায় কাজ করছেন । তাঁর নেতৃত্বাধীন এই 'এমার্জেন্সি মেডিসিন টিম' অন্তত ৭টি হাসপাতালে আহতদের চিকিৎসা করে যাচ্ছে ।
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, আধুনিক যন্ত্রপাতি ও সঠিক পরিকাঠামোর অভাবই গাজায় মূল সমস্যা । বাইরে থেকে যন্ত্রপাতি আনাতেও অনেক সময় লাগে । এরমধ্যই প্রচুর মানুষ আহত হওয়ার কারণে ক্ষত ড্রেসিং করার উপকরণেও দেখা দিয়েছে ঘাটতি।
প্রতিদিন যত মানুষের চিকিৎসা করেন, তার প্রায় ৬০ শতাংশই গুলিবিনিময়ের শিকার । গাজার বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে প্রায় ১৩,০০০ গুলিবিদ্ধ মানুষদের নিয়ে আসা হয় যাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক থাকে, জানিয়েছেন শ্রীহরিবাবু । গাজার শিফা হাসপাতালে একটি অস্ত্রোপচার বিভাগ চালু করার পরিকল্পনাও আছে তাঁর ।
advertisement
রেড ক্রসের হয়ে কাজ করেছেন বেশ কয়েক বছর । ২০১৩ সালে ফিলিপিনসের হাইয়াং ঘূর্ণিঝড় ও ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে দূর্গতদেরও চিকিৎসা করেছিলেন তিনি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2018 1:48 PM IST