Sajid Mir: ২৬/১১ জঙ্গি হামলার মাথাকে ফের বাঁচাল চিন! পাল্টা ধুয়ে দিল ভারত
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: ২৬ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত পাক মদতপুষ্ট ১০ লস্কর জঙ্গি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হামলা চালায়। এর মধ্যে ছিল হোটেল, ক্যাফে ও রেলওয়ে স্টেশন। এই জঙ্গি হামলার প্রাণ হারান প্রায় ১৭০ জন। তিনদিন ধরে চলা এই হামলায় ছ’জন মার্কিনিরও মৃত্যু হয়েছিল। ২৬/১১-র মুম্বই হামলার মাস্টার মাইন্ড সাজিদ মিরকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা দিল চিন।
সাজিদের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে একযোগে প্রস্তাব এনেছিল ভারত ও আমেরিকা। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের তালিকায় নাম রয়েছে সাজিদ মিরের। ২০০৮-র মুম্বই হামলার সময় পাকিস্তানে বসেই জঙ্গিদের একাধিক নির্দেশ দিয়েছিল সে। কোন পথে মুম্বই শহরের কোথায় কোথায় হামলা চালাতে হবে, সেই পরিকল্পনার নেপথ্যে সাজিদ মিরের হাত ছিল বলে দাবি গোয়েন্দাদের।
⚡️As China blocks listing of 26/11 terror attack mastermind Sajid Mir, India plays audio of Pak National at UN counter terror meet; Indian Diplomat
Prakash gupta calls the action “petty politics” & that ”something genuinely wrong with the global counter terrorism architecture” pic.twitter.com/PT9zSchh7M— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 21, 2023
advertisement
advertisement
মুম্বইয়ের তাজ হোটেলে হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি দমন কমিটির বৈঠক হয়। সেখানেই ইনটেলিজেন্স ব্যুরোর অফিসার পঙ্কজ ঠাকুর কমিটির সদস্য়দের সাজিদ মীরের অডিও ক্লিপ চালিয়ে শোনান। ভারত জানিয়েছে চিন এমন কাজ করে প্রমাণ করল তারা জঙ্গিদের পাশে আছে। ভাল জঙ্গি এবং খারাপ জঙ্গি তত্ত্বে বিশ্বাস করে তারা। এটা হাস্যকর এবং নিজে দের পৃথিবীর কাছে ছোট করে তোলার সামিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 2:32 PM IST