মিডিয়ার স্বাধীনতা বিপন্ন দেশে! বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও নামল ভারত, কাছেই পাকিস্তান

Last Updated:

তথ্য বলছে, সাংবাদিক খুন না-হলেও, সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচার, রাজনৈতিক নেতাদের চাপ সৃষ্টি, দুর্নীতিবাজ অফিসার ও অপরাধমূলক গোষ্ঠীর প্রতিশোধের হুমকি-- সব মিলিয়ে ভারতের খর্ব হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা৷

#নয়াদিল্লি: সংবাদমাধ্যমের স্বাধীনতা আছে ভারতে? প্রশ্নটা উঠছে গ্লোবাল প্রেস ফ্রিডম ইনডেক্সের র‌্যাঙ্কে৷ সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ নেমে গেল ভারত৷ বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভারতের স্থান ১৪২৷
দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২০-র ডেটা বলছে, ২০১৯ সালে দেশে একজনও সাংবাদিককে খুন করা হয়নি৷ সেখানে ২০১৮ সালে ভারতে ৬ জন সাংবাদিক খুন হয়েছিলেন৷ সাংবাদিকদের নিরাপত্তার নিরিখে ভারতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খানিকটা উন্নতি করলেও, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের অবস্থান বেশ চিন্তার৷
তথ্য বলছে, সাংবাদিক খুন না-হলেও, সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচার, রাজনৈতিক নেতাদের চাপ সৃষ্টি, দুর্নীতিবাজ অফিসার ও অপরাধমূলক গোষ্ঠীর প্রতিশোধের হুমকি-- সব মিলিয়ে ভারতের খর্ব হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা৷ দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২০-র রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, 'হিন্দুবাদী সরকারের লাইনে থাকতে সংবাদমাধ্যমগুলির উপর চাপ বাড়ানো হচ্ছে৷ যে সব সাংবাদিকরা হিন্দুত্ববাদী গোষ্ঠী বা কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লিখছেন বা মুখ খুলছেন, তাঁদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চরম হেনস্থা, হুমকি দেওয়া হচ্ছে৷ বিশেষ করে হেনস্থার শিকার হচ্ছেন মহিলা সাংবাদিকরা৷'
advertisement
advertisement
সামগ্রিক ভাবে রিপোর্টে দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে গোটা দক্ষিণ এশিয়াই খুব খারাপ অবস্থানে রয়েছে৷ পাকিস্তান ৩ ধাপ নেমে গিয়ে ১৪৫ নম্বরে রয়েছে৷ বাংলাদেশ ১ ধাপ নেমে ১৫১ নম্বরে৷
সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে নরওয়ে, এই পরপর ৪ বার৷ চিন রয়েছে ১৭৭ নম্বরে৷ উত্তর কোরিয়া রয়েছে একেবারে শেষে, ১৮০ নম্বরে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মিডিয়ার স্বাধীনতা বিপন্ন দেশে! বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও নামল ভারত, কাছেই পাকিস্তান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement