United Kingdom: রাত কাটাবেন বিশেষ সঙ্গীর সঙ্গে? সুযোগ দিচ্ছে ইংল্যান্ডের এই অতিথিশালা
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
এই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলে ঘেরা অঞ্চলে কাঁচে ঘেরা জায়গা। সম্ভবত জায়গাটি কোনও চিড়িয়াখানা। ঠিক ঘরের বাইরেই রয়েছে একটি সিংহ এবং একটি সিংহী। ভিডিওতে দেখা যাচ্ছে সিংহটি সমানে চেষ্টা করছে কাঁচের দেওয়াল ভেঙে ভিতরে আসার চেষ্টা। ঠিক, তাঁর পাশেই বসে রয়েছে সিংহীটি। পুরু কাঁচের দেওয়াল ভাঙতে না পেরে এরপর সিংহটি চলে যায় সেখান থেকে।
লন্ডন: সিংহের সঙ্গে সময় কাটাতে চান? ইউনাইটেড কিংডমের একটি হোটেল এমনই সুযোগ দিচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে পোর্ট লিম্পেন এবং রিজার্ভ কেন্ট।
WOULD YOU SLEEP HERE? 🦁 pic.twitter.com/KjfbbGzpoo
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 8, 2024
advertisement
টুইটার তথা এক্সের হ্যান্ডলে পোস্টে এই বিষয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতেই লায়ন লজ হোটেলের ঘর দেখা যাচ্ছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলে ঘেরা অঞ্চলে কাঁচে ঘেরা জায়গা। সম্ভবত জায়গাটি কোনও চিড়িয়াখানা। ঠিক ঘরের বাইরেই রয়েছে একটি সিংহ এবং একটি সিংহী। ভিডিওতে দেখা যাচ্ছে সিংহটি সমানে চেষ্টা করছে কাঁচের দেওয়াল ভেঙে ভিতরে আসার চেষ্টা। ঠিক, তাঁর পাশেই বসে রয়েছে সিংহীটি। পুরু কাঁচের দেওয়াল ভাঙতে না পেরে এরপর সিংহটি চলে যায় সেখান থেকে।
advertisement
লায়ন লজ মূলত কাঠ দিয়ে ঢাকা ম্যানহাটন লফট স্টাইলে বানানো বিল্ডিং। কিন্তু, এর সঙ্গেই বিশাল বড় জায়গা রাখা হয়েছে যেখানে সিংহের মতন বন্যপ্রাণী রাখার জন্য।
এছাড়াও অতিথিদের জন্য জায়গা ঘুরে দেখানোরও ব্যবস্থা আছে। ওই বিশাল এলাকায় শুধু সিংহই নয় ভল্লুক, জিরাফ, জেব্রা, উট ইত্যাদি বন্যপ্রাণীও রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 4:51 PM IST