মারাত্মক অভিযোগ নিয়ে মুখ খুললেন ইমরানের দ্বিতীয় পত্নী, বিদেশ থেকে আনছেন গোয়েন্দা

Last Updated:

ইমরান খানের বিয়ের সিরিজের দ্বিতীয় বিবাহিত পত্নী রেহাম খান বিস্ফোরক অভিযোগ এনেছেন ৷

#করাচি: ইমরান খানের বিয়ের সিরিজের দ্বিতীয় বিবাহিত পত্নী রেহাম খান বিস্ফোরক অভিযোগ এনেছেন ৷ বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়কের দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন তাঁর বইয়ের অংশ চুরি করা হয়েছে ৷ শুধু এটুকুতেই থামেননি তিনি, জানিয়েছেন তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে অনুসরণ করা হচ্ছে ৷
Photo Courtesy -Geo News Photo Courtesy -Geo News
বাইশ গজ ছাড়ার পর পাকিস্তানি তারকা ইমরান খান সক্রিয় রাজনীতি করেন , তাঁর দল তহরিক –ই –ইনসাফ নিয়ে কাজ করছেন তিনি ৷ ধর্মীয় গুরু বুশরাকে নিজের তৃতীয় স্ত্রী হিসেবে বেছে নেওয়ার আগে টিভি সঞ্চালিকা রেহাম খানকে বিয়ে করেছিলেন ৷ জিও নিউজের একটি অনুষ্ঠানে এসে বিস্ফোরক হন রেহাম ৷ তিনি জানিয়েছেন তিনি চুপ করে থাকেন বলে এই মানে নেই যে তিনি কিছু জানেন না ৷ তিনি জানিয়েছেন তাঁকে একটি নোটিশ পাঠানো হয়েছে ৷ এভাবে ভয় দেখিয়ে বিভিন্ন মানুষকে চুপ করিয়ে দেওয়া হয় , এভাবেই তাঁকেও ধমকানো, ভয় দেখানো হচ্ছে ৷
advertisement
advertisement
রেহাম জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত করানোর জন্য তিনি ব্রিটেন থেকে প্রাইভেট ইনভেসটিগেটর নিয়ে আসছেন ৷ ২০১৭ সাল থেকে তাঁকে ইমেলের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে ৷ নিজের ছেলেকে নিয়ে কারোর সঙ্গে দেখা করলেও সেই ছবি তুলে তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ রেহামের বিস্ফোরক অভিযোগ তিনি যে বই বার করবেন বলেছেন তাতেই তাঁর শত্রুরা ভয় পেয়ে গেছে ৷
advertisement
তবে এত কিছু বললেও বইয়ে ইমরান খান, ওয়াসিম আক্রমের প্রয়াত স্ত্রী এবং একজন পিটিআইয়ের মহিলা রিপোর্টারকে নিয়ে কী লিখেছেন বা আদৌ কিছু লিখেছেন কিনা এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মারাত্মক অভিযোগ নিয়ে মুখ খুললেন ইমরানের দ্বিতীয় পত্নী, বিদেশ থেকে আনছেন গোয়েন্দা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement