ভারতের সুনীলের দুরন্ত পারফরম্যান্স, সামনে শুধু রোনাল্ডো-মেসি

Last Updated:

ভারতীয় ফুটবলের মান, পেশাদারিত্ব এই সব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই থাকে ৷ কিন্তু প্রতিভা বিভিন্ন পিছনে আটকে রাখার শিকল ছিন্ন করেই পারফরম্যান্স দেন ৷ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও এর ব্যতিক্রম নন ৷

#মুম্বই : ভারতীয় ফুটবলের মান, পেশাদারিত্ব এই সব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই থাকে ৷ কিন্তু প্রতিভা বিভিন্ন পিছনে আটকে রাখার শিকল ছিন্ন করেই পারফরম্যান্স দেন ৷ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও এর ব্যতিক্রম নন ৷
কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল ৩-০ গোলে জেতে, শুধু তাই নয় এই ম্যাচে জোড়া গোল সুনীলের ৷ তাঁর গোলের জাদুতে গড়লেন নতুন নজির ৷ আন্তর্জাতিক আঙিনায় দেশের জার্সি গায়ে সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় তিন নম্বরে ভারতের সুনীল ৷ তাঁর আগে শুধুমাত্র পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি ৷
advertisement
advertisement
এদিন কেনিয়ার বিরুদ্ধে দুটি গোল করে নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যা নিয়ে গেলেন ৬১ তে ৷ টপকে গেলেন স্পেনের ডেভিড ভিয়ার ৫৯ গোলের রেকর্ড ৷ আন্তর্জাতিক ম্যাচে পর্তুগিজ তালিসমান রোনাল্ডোর গোল সবচেয়ে বেশি তাঁর গোলের সংখ্যা ৮১ ৷ অন্যদিকে ২ নম্বরে থাকা মেসির ঝোলায় গোলের সংখ্যা ৬৪ ৷
হয়ত বোদ্ধারা নাক সিঁটকে এরপরেও বলতে পারেন মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ আর সুনীলের প্রতিপক্ষ ৷ কিন্তু আপামোড় ভারতীয় ফুটবল ফ্যান নিজেদের অধিনায়কের এই পারফরম্যান্সকে কুর্নিশ করছেন ৷ তাঁদের সাফ বক্তব্য দুর্বল দেশগুলির বিরুদ্ধে তো অনেক তারকাই খেলেন তাঁদের তো এই পরিমাণ আন্তর্জাতিক গোল নেই ৷
advertisement
এর আগে সচিন –ধোনি- বিরাটের মতো ভারতীয় ক্রিকেটারদের যেভাবে মাঠে ঢুকে ভক্তরা প্রণাম করেন এদিন তারই ছবি দেখা গেল মুম্বইয়ের মাঠে ৷ সুনীলের পা ছুঁতে মাঠে ঢুকে পড়েন এক ফ্যান ৷
নিজের শততম ম্যাচের আগে মাঠে আসার জন্য সকলকে আবেদন জানিয়েছিলেন সুনীল ৷ মুম্বইয়ের পেশাদার শহরও এই আবেগের ডাকে সাড়া দিয়ে সপ্তাহের প্রথম দিনেই মাঠ ভরিয়ে দিয়েছিল ৷ ব্লু টাইগার পক্ষ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশ্বাস দিয়ে ফের টুইট করেন সুনীল ছেত্রী ৷
advertisement
এদিন ফুটবল মাঠে হাজির ১০ হাজার ফ্যানের চিৎকার ভারতীয় ফুটবলের ‘আচ্ছে দিন’-র ইঙ্গিতবহ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের সুনীলের দুরন্ত পারফরম্যান্স, সামনে শুধু রোনাল্ডো-মেসি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement