#মুম্বই : ভারতীয় ফুটবলের মান, পেশাদারিত্ব এই সব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই থাকে ৷ কিন্তু প্রতিভা বিভিন্ন পিছনে আটকে রাখার শিকল ছিন্ন করেই পারফরম্যান্স দেন ৷ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও এর ব্যতিক্রম নন ৷কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল ৩-০ গোলে জেতে, শুধু তাই নয় এই ম্যাচে জোড়া গোল সুনীলের ৷ তাঁর গোলের জাদুতে গড়লেন নতুন নজির ৷ আন্তর্জাতিক আঙিনায় দেশের জার্সি গায়ে সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় তিন নম্বরে ভারতের সুনীল ৷ তাঁর আগে শুধুমাত্র পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি ৷
হয়ত বোদ্ধারা নাক সিঁটকে এরপরেও বলতে পারেন মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ আর সুনীলের প্রতিপক্ষ ৷ কিন্তু আপামোড় ভারতীয় ফুটবল ফ্যান নিজেদের অধিনায়কের এই পারফরম্যান্সকে কুর্নিশ করছেন ৷ তাঁদের সাফ বক্তব্য দুর্বল দেশগুলির বিরুদ্ধে তো অনেক তারকাই খেলেন তাঁদের তো এই পরিমাণ আন্তর্জাতিক গোল নেই ৷
এর আগে সচিন –ধোনি- বিরাটের মতো ভারতীয় ক্রিকেটারদের যেভাবে মাঠে ঢুকে ভক্তরা প্রণাম করেন এদিন তারই ছবি দেখা গেল মুম্বইয়ের মাঠে ৷ সুনীলের পা ছুঁতে মাঠে ঢুকে পড়েন এক ফ্যান ৷
নিজের শততম ম্যাচের আগে মাঠে আসার জন্য সকলকে আবেদন জানিয়েছিলেন সুনীল ৷ মুম্বইয়ের পেশাদার শহরও এই আবেগের ডাকে সাড়া দিয়ে সপ্তাহের প্রথম দিনেই মাঠ ভরিয়ে দিয়েছিল ৷ ব্লু টাইগার পক্ষ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশ্বাস দিয়ে ফের টুইট করেন সুনীল ছেত্রী ৷এদিন ফুটবল মাঠে হাজির ১০ হাজার ফ্যানের চিৎকার ভারতীয় ফুটবলের ‘আচ্ছে দিন’-র ইঙ্গিতবহ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano roanldo, India, Indian Football Team, Lionel Messi, Sunil Chhetri