Trust Vote:প্রধানমন্ত্রীর চেয়ার টিকে গেল ইমরান খানের

Last Updated:

পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখলেন তিনি

দেশের মুদ্রাস্ফীতি চরমে। চিন এবং তুরস্ক ছাড়া কোনও দেশ পাশে নেই। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে FATF ধূসর তালিকায় নাম কাটা যায়নি। উল্টে কালো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে। দেখে বোঝাই যাচ্ছে নিজের দেশের মানুষের আস্থা নেই প্রাক্তন ক্রিকেটার অধিনায়কের ওপর। দেশের মানুষের আর্থিক দুরবস্থা, দেশের গর্ব ফতিমা জিন্নার নামক পার্ক বন্ধক রাখা, করোনা পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ব্যর্থ ইমরান সরকার। তাই পায়ের তলার মাটি সরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন মহানায়কের।
advertisement
ইমরান অবশ্য প্রতিনিয়ত তুরস্ক এবং চিনকে পাশে নিয়ে ভারতকে হুমকি দিতে ছাড়েন না। কিন্তু আসল সত্যটা ক্রমশ সামনে এসে পড়ছে। বিরোধী শিবির ইমরানের অযোগ্যতা নিয়ে ঝড় তুলেছে পাকিস্তানে। রায় শোনার পর ইমরান তুলোধোনা করতে ছাড়েননি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং বেনাজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারিকে। তাঁদের চোর সম্বোধন করেন তিনি।
advertisement
advertisement
পাশাপাশি তিনি দায়িত্ব নিয়ে দেখবেন এমন অসাধু ব্যক্তিরা যেন কখনই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে না পারে, এমন হুমকি দিতে ছাড়েননি তিনি। পশ্চিমী দুনিয়ার উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেছেন জঙ্গি দমন করার ক্ষেত্রে প্রচন্ড দ্রুততার সঙ্গে কাজ করছে তাঁর প্রশাসন। খুব তাড়াতাড়ি একটি তালিকা প্রকাশ করে সেনার বিভিন্ন সফল অপারেশনের কথা তুলে ধরবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trust Vote:প্রধানমন্ত্রীর চেয়ার টিকে গেল ইমরান খানের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement