Imran Khan Update: 'বেঁচে থাকার প্রমাণ নেই!' ইমরানের অবস্থা জানতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি পুত্র কাশিমের

Last Updated:

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশিম খান অভিযোগ করেন, 'আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত তথ্য গোপন করছে পাকিস্তান সরকার৷'

ইমরানকে নিয়ে আশঙ্কা পুত্র কাশিমের গলায়৷
ইমরানকে নিয়ে আশঙ্কা পুত্র কাশিমের গলায়৷
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন তাঁর ছেলে কাশিম খান৷ বৃহস্পতিবার জনতার উদ্দেশ্যে জরুরি বার্তায় তিনি দাবি করেছেন, গত ছয় সপ্তাহে পাকিস্তানের জেলে সব ধরনের যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তাঁর ইমরান খানকে৷ পরিবারের সঙ্গে যোগাযোগ তো করতে দেওয়াই হচ্ছে না, আইনি সাহায্যও নিতে বাধা দেওয়া হচ্ছে৷ এমন কি, ইমরান যে বেঁচে আছেন, তার কোনও প্রমাণও তাঁদের কাছে নেই বলে দাবি করেছেন কাশিম৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশিম খান অভিযোগ করেন, ‘আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত তথ্য গোপন করছে পাকিস্তান সরকার৷’
কাশিম লিখেছেন, আমার বাবাকে গ্রেফতার করার পর ৮৪৫ দিন কেটে গিয়েছে৷ গত ৬ সপ্তাহ ধরে তাঁকে একা একটি কারাগারে রাখা হয়েছে৷ কোনওরকম স্বচ্ছতা রাখা হচ্ছে না৷ তিনি আরও অভিযোগ করেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের বোনেদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷
advertisement
advertisement
কাশিমের কথা অনুযায়ী, বহির্বিশ্বের সঙ্গে ইমরান খানের কোনওরকম যোগাযোগই নেই৷ কাশিম লিখেছেন, ‘কোনওরকম ভাবে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না৷ কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমার এবং আমার ভাইয়ের বাবার সঙ্গে কোনওরকম যোগাযোগই নেই৷ ইমরান খানকে এই ভাবে কোণঠাসা করে দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করেছেন কাশিম৷’
advertisement
একই সঙ্গে পাকিস্তান সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান পুত্র৷ কাশিম লিখেছেন, ‘এটা স্পষ্ট করে দেওয়া যাক৷ আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে রাখার জন্য কিছু হলে তার নৈতিক, আইনি ভাবে এবং আন্তর্জাতিক স্তরেও পাকিস্তান সরকার এবং তাদের সহযোগীদের দায়ী থাকতে হবে৷’
ইমরান খানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও দাবি করেছেন কাশিম৷ তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংগঠন, প্রত্যেকটি গণতান্ত্রিক স্বরকে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি৷ তিনি যে বেঁচে আছেন, তার প্রমাণ দাবি করা হোক৷ আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাত করার দাবি জানানো হোক, এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে দেওয়ার শাস্তি শেষ হোক৷ পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতা, যাঁকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বন্দি করে রাখা হয়েছে তাঁর মুক্তির দাবি তোলা হোক৷ মানুষ আমাদের কাছে তাঁর শরীর এবং স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানতে চাইছে৷ কিন্তু আমরা সেই তথ্য সঠিক ভাবে কার কাছে পাবো, জানি না৷’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan Update: 'বেঁচে থাকার প্রমাণ নেই!' ইমরানের অবস্থা জানতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি পুত্র কাশিমের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement