advertisement

Imran Khan: জেলে ভয়াবহ অবস্থা ইমরান খানের! প্রাক্তন প্রধানমন্ত্রীর দল যা জানাল, শিউরে উঠবেন শুনে

Last Updated:

Imran Khan: পিটিআইয়ের পক্ষ থেকে ‘নির্ভরযোগ্য গণমাধ্যম প্রতিবেদন’ উদ্ধৃত করে বলা হয়, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) ধরা পড়েছে।

কী হয়েছে ইমরান খানের?
কী হয়েছে ইমরান খানের?
ইসলামাবাদ: কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান চোখের গুরুতর সমস্যায় ভুগছেন, এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান এই উদ্বেগ জানান। গহর আলী খান বলেন, খবরে তিনি ইমরান খানের চোখের সংক্রমণের বিষয়ে জানতে পেরেছেন। তিনি বলেন, যদি খবরটি সত্য হয়, তবে এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সময় তিনি কারাবন্দী ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের ওপর গুরুত্ব আরোপ করেন।
পিটিআইয়ের পক্ষ থেকে ‘নির্ভরযোগ্য গণমাধ্যম প্রতিবেদন’ উদ্ধৃত করে বলা হয়, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) ধরা পড়েছে। এই রোগের ফলে চোখের রেটিনার রক্তবাহী শিরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পিটিআইয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়, কারাগারে তাঁকে (ইমরান খান) পরীক্ষা করা চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর একটি শারীরিক অবস্থা। দ্রুত ও সঠিক চিকিৎসা না করা হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
advertisement
প্রাক্তন ক্ষমতাসীন দলের দাবি, আদিয়ালা কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরেই ইমরান খানের চিকিৎসার ব্যাপারে জেদ ধরেছে। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এ ধরনের চিকিৎসা কারাগারে সম্ভব নয়। এ জন্য অপারেশন থিয়েটারসহ বিশেষ চিকিৎসাসেবা ও সরঞ্জাম প্রয়োজন। পিটিআই মনে করে, প্রশাসনের এমন একগুঁয়ে মনোভাব ইমরান খানের ‘দৃষ্টিশক্তি ও সামগ্রিক স্বাস্থ্যকে’ চরম ঝুঁকিতে ফেলছে। পিটিআই আরও বলেছে, ২০২৪ সালের অক্টোবরে শেষবারের মতো ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন ইমরান খান। এর পর থেকে তাঁকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, যা আদালতের আদেশ ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দলটি।
advertisement
advertisement
পিটিআই অবিলম্বে ইমরান খানের অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে তাঁর পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে অবাধ সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাঁকে শওকত খানম হাসপাতাল অথবা তাঁর পছন্দমতো যে কোনও ভাল হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছে। পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইমরান খানের দৃষ্টিশক্তির কোনও স্থায়ী ক্ষতি হলে তার জন্য সরকার ও কারা কর্তৃপক্ষই দায়ী থাকবে।
advertisement
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। কয়েকটি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড হয়। তাঁর দুজনেই বর্তমানে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: জেলে ভয়াবহ অবস্থা ইমরান খানের! প্রাক্তন প্রধানমন্ত্রীর দল যা জানাল, শিউরে উঠবেন শুনে
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement