দাউদাউ করে জ্বলছে লাইন, ছুটে চলেছে ট্রেন, ভাইরাল হল ভিডিও
Last Updated:
আগুনের তাতে লাইনের সংকোচন আটকানোর জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে ৷
#নয়াদিল্লি: জ্বলছে ট্রেনের লাইন ৷ কিন্তু তাতে কী? তার উপর দিয়েই দ্রুতগতিতে ছুটে চলেছে ট্রেন ৷ সেই ভিডিও-ই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
কিন্তু জানেন কী, এটি কোনও দুর্ঘটনা নয় ৷ ইচ্ছে করেই ট্রেনের ট্র্যাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনাটি আমেরিকার শিকাগোর। এই মুহূর্তে সেখানে তাপমাত্রা -৪৯ ডিগ্রি ৷ কখনও পারদ নামছে আররও নীচে ৷ প্রচণ্ড ঠাণ্ডায় প্রায় গোটা দেশটাই বরফের পুরু চাদরে মোড়া ৷ ইতিমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়।
Chicago putting RAILSon FIRE It's that cold out there ☃ #chicago #omnidigit #train #fire @omnidigit pic.twitter.com/vKLI2vuyDL
— omnidigit (@omnidigit) January 31, 2019
advertisement
advertisement
আর এই প্রবল ঠাণ্ডাতেই বেঁকে যাচ্ছে ট্রেনের লাইন ৷ লাইন কুঁচকে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই দুর্ঘঘটনার সম্ভবনা বাড়ছে ৷ আর সে কারণেই রেল লাইনে আগুন ধরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিকাগো রেল দফতরের তরফে ৷ আগুনের তাতে লাইনের সংকোচন আটকানোর জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে ৷ এই কাজে ব্যব্যহার করা হচ্ছে দড়ি। দড়িতে কেরোসিন ঢেলে তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই আগুনের তাপে ধীরে ধীরে ফের আগের অবস্থায় ফিরে আসছে ট্র্যাক। তারপর তার উপর দিয়ে চালানো হচ্ছে ট্রেন।
advertisement
Chicago is so cold right now that they have to literally set railroad tracks on fire to warm them up so they don't crack or cause trains to crash, and so they can do repairs. pic.twitter.com/R5Br9Cj26g — Rapture (@TheRapture_) January 30, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 9:34 PM IST