'অফিসার আমি শ্বাস নিতে পারছি না, মা গো...,' পুলিশকে শেষ কথা কৃষ্ণাঙ্গ জর্জের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
পুলিশ অফিসারের নাম ডেরে চাওভিন৷ তার অমানবিক হত্যার ভিডিওটি ইন্টারমেটে ভাইরাল৷ কৃষ্ণাঙ্গ জর্জের হাত দুটি বেঁধে গলায় পা দিয়ে খুন করে সে৷ রাস্তার উপরে৷
#মিনেসোটা: গোটা বিশ্ব ফুঁসছে ক্ষোভের আগুনে৷ জ্বলছে আমেরিকাও৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে এক শ্বেতাঙ্গ পুলিশ বুট দিয়ে গলায় চেপে শ্বাসরোধ করে যখন খুন করেছে৷ বুট দিয়ে যখন ওই পুলিশ অফিসার খুন করছেন কৃষ্ণাঙ্গ জর্জকে, তখন তা জর্জ কাতর ভাবে বলছেন, 'অফিসার… আ আমি শ্বাস নিতে পারছি না। পা টা তুলুন। আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? শ্বাস নিতে পারছি না!' এই নৃশংস হত্যা ক্যামেরাবন্দি করে রাখেন এক ব্যক্তি৷ ৫ মিনিট হাঁটু দিয়ে জর্জের গলায় চেপে রেখেছিল ওই পুলিশ অফিসার৷

পুলিশ অফিসারের নাম ডেরেক চাওভিন৷ তার অমানবিক হত্যার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল৷ কৃষ্ণাঙ্গ জর্জের হাত দুটি বেঁধে গলায় পা দিয়ে খুন করে সে৷ রাস্তার উপরে৷ যাতে তিনি পা না ছুড়তে পারেন, তার জন্য গাড়ির নীচে জর্জকে রাখা হয়৷ শুধু মাথা ও ঘাড় বেরিয়ে ছিল বাইরে৷
advertisement
advertisement
advertisement
মিনেসোটা তথা মিনেপোলিসে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি অত্যাচার এটাই প্রথম নয়। আগেও হয়েছে। কিন্তু এ ঘটনার ভয়াবহতা যেন অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে।
জর্জের মৃত্যুর পর আবেগঘন বার্তা WWE সুপারস্টার দ্য রক (ডোয়েন জনসন) শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে৷ ঘটনার তীব্র নিন্দা করে জনসন লিখেছেন, 'বর্ণবৈষম্য একটি রোগ৷ আমার আশ্চর্য লাগল, চাওভিন যখন এই ভাবে জর্জকে মারছে, তখন ওর সহকর্মীরা কেন ওকে থামাল না৷ এ বার তো পুলিশের উপরও বিশ্বাস চলে যাবে মানুষের৷ জর্জের জন্য আমার মন কাঁদছে৷ ওঁর পরিবারের পাশে আছি৷ এখান থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হোক৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 11:08 AM IST